Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Moisturiser

মেক আপ করার সময়ে ময়শ্চারাইজ়ার ব্যবহার করেন? জানেন ঠিক কোন পর্যায়ে মাখা উচিত?

সাধারণত ত্বকের পরিচর্যার সময়ে ময়শ্চারাইজ়ার ব্যবহার করা সব থেকে শেষে। মেক আপের সময়ে কিন্তু তা নয়। তখন ময়াশ্চারাইজ়ার ব্যবহার করা হবে আগে।

ছবি : সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৯:৪৮
Share: Save:

মেকআপ করার সময় কি মুখে ময়শ্চারাইজ়ার ব্যবহার করেন? নাকি ত্বক তৈলাক্ত দেখাবে ভেবে এবং মেকআপ ভাল ভাবে মুখে বসবে না ভেবে এড়িয়ে যান। রূপটান শিল্পীরা বলছেন, ত্বক পরিচর্যা করার সময়ে যেমন ময়শ্চারাইজ়ার জরুরি, তেমনই ময়শ্চারাইজ়ার ব্যবহার করতে হয় মেক আপ করার সময়েও। তবে ত্বক পরিচর্যার সময় আর মেকআপের সময় ময়শ্চারাইজ়ার ব্যবহার করতে হবে আলাদা পর্যায়ে।

ছবি: সংগৃহীত।

সাধারণত ত্বকের পরিচর্যার সময়ে ময়শ্চারাইজ়ার ব্যবহার করা সব থেকে শেষে। মেক আপের সময়ে কিন্তু তা নয়। মেকআপ করার আগে আমরা প্রথমেই মুখ ভাল ভাবে পরিষ্কার করি। রূপটান শিল্পীরা বলছেন, যদি সকালে মেকআপ করেন, তবে মুখ পরিষ্কার করার পরে টোনার দিন, তার পরে মুখে ভিজে ভাব থাকাকালীনই ময়শ্চারাইজ়ার ব্যবহার করুন, তার পরে দিন সানস্ক্রিন এবং সব শেষে মেকআপ।

ছবি: সংগৃহীত।

আর যদি রাতের মেক আপ হয়, তবে সানস্ক্রিণ ব্যবহার করা নিস্প্রয়োজন। সেক্ষেত্রে ময়শ্চারাইজ়ার ব্যবহার করতে হবে মুখে প্রাইমার বা ফাউন্ডেশন লাগানোর ঠিক আগে। তবে ময়শ্চারাইজ়ার লাগানোর সঙ্গে সঙ্গেই তার উপর ফাউন্ডেশন দেবেন না। রূপটান শিল্পীরা বলছেন, ময়শ্চারাইজ়ার লাগানোর পরে অন্তত পাঁচ মিনিট মুখে কিছু দেবেন না। মুখের ভিজে ভাব কিছুটা কমে এলে তার পরে দিন ফাউন্ডেশন। এতে মেকআপ আরও ভাল ভাবে বসবে। বিশেষ করে চোখের তলায় বা মুখের যে সমস্ত পেশি বেশি নাড়াচাড়া হয়, সেখানে মেক আপ করার পর শুকিয়ে যাওয়া বা সূক্ষ্ম রেখা ফুটে ওঠার সম্ভাবনাও কমবে।

অন্য বিষয়গুলি:

Moisturiser
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE