Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Aloe Vera

সামনেই বিয়ে? কনের সাজে নজর কাড়তে কিসের সঙ্গে অ্যালো ভেরা লাগাবেন?

শীতকাল মানেই চারিদিকে বিয়ের সানাই। এই সময় হবু কনের ত্বকে চাই আলাদা জেল্লা। অ্যালো ভেরার সঙ্গে কী মেশালে ত্বকে আসবে বাড়তি জেল্লা?

রূপচর্চায় বহু দিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে অ্যালো ভেরা।

রূপচর্চায় বহু দিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে অ্যালো ভেরা। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ ১৯:৫৭
Share: Save:

ত্বকের যত্নে কিংবা চুলের দেখাশোনা— অ্যালো ভেরার ছোঁয়ায় সেই যত্ন যেন আলাদা মাত্রা পায়। অ্যালো ভেরার উপকারিতা নিয়ে আলাদা করে এখন আর বলার প্রয়োজন পড়ে না। রূপচর্চায় বহু দিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে অ্যালো ভেরা। এ ছাড়া অ্যালো ভেরায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিড্যান্টের মতো উপাদান। যা ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে দারুণ কাজ করে। শীতে এমনিতে ত্বকের অবস্থা কাহিল হয়ে যায়। অত্যধিক মাত্রায় রুক্ষ এবং শুষ্ক হয়ে পড়ে ত্বক। তার উপর দূষণ তো রয়েছেই। ধুলো, বালি, ধোয়াঁয় ত্বকের একেবারে দফারফা অবস্থা। এই অবস্থায় ত্বকের হাল ফেরাতে ভরসা রাখতে পারেন অ্যালো ভেরার উপর।

অ্যালো ভেরা ব্যবহার করে বাড়তি সুফল পেতে এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন কয়েকটি উপকরণ।

অ্যালো ভেরা ব্যবহার করে বাড়তি সুফল পেতে এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন কয়েকটি উপকরণ। ছবি: সংগৃহীত

অনেকেরই রোজের রূপরুটিনে অ্যালো ভেরা থাকে। বিশেষ করে রাতে ঘুমোনোর আগে অ্যালো ভেরা মাখার অভ্যাস রয়েছে অনেকেরই। ত্বকের মসৃণতা আনা থেকে শুরু করে ব্রণ কমানো— সবেতেই অ্যালো ভেরার জুড়ি মেলা ভার। অ্যালো ভেরার গুণ বহুমুখী। অ্যালো ভেরা নির্যাস এমনিতেই ভীষণ কার্যকর। তবে অনেকেই অ্যালো ভেরা দিয়ে ফেসপ্যাক তৈরি করেও ব্যবহার করেন। তবে অ্যালো ভেরা ব্যবহার করে বাড়তি সুফল পেতে এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন কয়েকটি উপকরণ। রইল তার হদিস।

১) অনেকেই রাতে অ্যালো ভেরা ব্যবহার করেন। তবে শুধু অ্যালো ভেরা না মেখে এর সঙ্গে মেশাতে পারেন ভিটামিন ই অয়েল। তার পর ভাল করে ত্বকে মালিশ করে শুয়ে পড়ুন। ভিটামিন ই এমনিতেই ত্বকের জন্য দারুণ উপকারী। সেই সঙ্গে যদি মেশে অ্যালো ভেরা, তা হলে ত্বকে পরিবর্তন আসতে বাধ্য।

২) অ্যালো ভেরার সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল ভাল করে মিশিয়ে নিন। এর পর এই মিশ্রণটিকে মুখে, পিঠে, গলায় ভাল করে মেখে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে এলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। রোজ না হলেও সপ্তাহে কয়েক দিন এই মিশ্রণটি ব্যবহার করুন। ত্বকে পরিবর্তন দেখতে পাবেন।

অন্য বিষয়গুলি:

Aloe Vera Skin Beauty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE