খুব বেশিক্ষণ রোদে থাকলে চুল লাল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ছবি: সংগৃহীত
এক ঢালা লম্বা কালো চুলের প্রত্যাশী সকলেই। তবে আবহাওয়া, ধুলোবালি, দূষণ ইত্যাদি কারণে চুল ঝরা, চুলের অকাল পক্কতা, চুলের পাতলা হয়ে যাওয়া প্রভৃতি সমস্যা তো লেগেই আছে। তবে এই সমস্যার তালিকাটি বেশ দীর্ঘ। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে কালো চুল হঠাৎ করেই লাল হয়ে পড়ছে। কী কারণে এমনটি হচ্ছে না বুঝেই অনেকে বিভিন্ন উপায় অবলম্বন করে সমস্যাকে আরও দ্বিগুণ করে তোলেন। তাই সমাধান খোঁজার আগে সমস্যাকে খতিয়ে দেখা প্রয়োজন।
রোদের কারণে হতে পারে
খুব বেশিক্ষণ রোদে থাকলে চুল লাল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই রোদে বার হওয়ার আগে হয় সান প্রোটেক্টেড ক্রিম মাখুন কিংবা চুল টুপি বা স্কার্ফ দিয়ে ঢেকে নেওয়ার চেষ্টা করুন।
জলের সমস্যার কারণে হতে পারে
স্নানের জলে অতিরিক্ত পরিমাণে আয়রন থাকলে চুল লাল হয়ে যেতে পারে। এ ছাড়া জলে যদি ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম থেকে থাকে তা হলেও চুল লাল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই স্নান করার আগে জল ফুটিয়ে নিয়ে স্নান করলে ভাল।
জিনগত সমস্যার কারণে
চুলে মেলানিন বলে এক ধরণের উপাদান থাকে। চুলে এই মেলানিনের পরিমাণ কমে যেতে থাকে সেক্ষেত্রেও চুল লাল হয়ে যেতে পারে।
চুলের লালচে ভাব কমাতে কী করণীয়
১) সপ্তাহে এক বার অন্তত চুলে মাস্ক ব্যবহার করতে পারেন।
২) সূর্যরশ্মি থেকে রক্ষা করে এমন ক্রিম ব্যবহার করুন চুলে।
৩) বাজারচলতি রাসায়নিক প্রসাধনী ব্যবহার করার পরিবর্তে বাড়িতেই ঘরোয়া উপায়ে তৈরি হেনা ব্যবহার করতে পারেন।
৪) শীতকালে শ্যাম্পু করতে হলেও ঠান্ডা জলেই করুন। গরম জলে মাথা ধোয়া এড়িয়ে চলুন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy