Advertisement
৩১ অক্টোবর ২০২৪
Hair Care with Egg

চুল পড়া থামাতে শুধু পোচ, অমলেট খেলে হবে না, ডিম মাখতে হবে ৩ উপায়ে

সেদ্ধ, অমলেট, ভুর্জি তো মৌজ করে খান, তবে ডিম মাখলে চুল পড়া আটকানো সম্ভব। কী ভাবে ব্যবহার করবেন, জেনে নিন।

ডিম মেখেই চুল ঝরা থামান।

ডিম মেখেই চুল ঝরা থামান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৫:২৫
Share: Save:

উৎসবের আবহে চুল আর ত্বকের প্রসাধন নিয়ে মাথাব্যথা থাকলেও, অযত্নও কম হয় না। উৎসবের পরেই যার পরিণতি হয় ভয়ঙ্কর। চিরুনি চালালেই চুল ঝরতে থাকে অসংখ্য। চুলের এমন করুণ পরিণতি দেখে চোখ ফেটে জল আসে। তবে চুলের যত্ন নিতে ভরসা হতে পারে কাঁচা ডিম। সেদ্ধ, অমলেট, ভুর্জি খান যে খাবারের, সেই ডিম মাথায় মাখলে চুল পড়া আটকানো সম্ভব। কী ভাবে ব্যবহার করবেন, জেনে নিন।

ডিম এবং অলিভ অয়েল

ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল মেশান। ভাল করে ফেটিয়ে নিন। এর সঙ্গে হালকা গরম জল মিশিয়ে পাতলা করে নিন। চুল শ্যাম্পু করার পর এই কন্ডিশনার গোটা চুলে লাগান। চুলের ডগা বেশি শুষ্ক হয়ে যায়। তাই ডগায় ভাল করে লাগাবেন। কিছু ক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। চুলের জেল্লা ফেরাতে দারুণ কাজ করে এই মিশ্রণ।

ডিম এবং মধু

ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই মিশ্রণ চুলে ভাল করে লাগিয়ে নিন। দু’ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এই প্যাক লাগালে রুক্ষ চুল নরম হবে।

ডিম এবং টক দই

এক কাপ দইয়ের সঙ্গে একটা ডিমের কুসুম মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এই প্যাক চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। চুল থেকে আঁশটে গন্ধ বেরোলে শ্যাম্পু করে নিন। রাসায়নিক দেওয়া কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন পড়বে না

অন্য বিষয়গুলি:

Egg Hair
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE