ছবি: সংগৃহীত
করোনা পরিস্থিতে বিগত দু’বছরের মতো ফের বাড়ি থেকে কাজ করা শুরু হয়েছে। সারা দিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকার ফলে নিজের দিকে তাকানোর সময় পাচ্ছেন না অনেকেই। বিশেষ করে ঘাটতি থেকে যাচ্ছে চুলের যত্নে। চুলের ক্ষেত্রে একটি সুবিধা হল, অল্প যত্নেই তা সুস্থ ও সুন্দর থাকে। নিয়ম করে চুল আঁচড়ালে মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়ে। তবে ব্যস্ততার কারণে চুলের বাড়তি যত্ন নিতে পারেন না অনেকে। তাঁদের জন্য রইল অতি সহজে চুল যত্নে রাখার চারটি কৌশল।
খুলে নয়, বেঁধে রাখুন চুল
বাইরে বেরোলে চুল খুলে না যাওয়াই ভাল। বাইরের রোদ, ধুলোবালির সংস্পর্শে এসে চুল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে চড়া রোদে চুল ছেড়ে না রাখাই ভাল।
চুলে জড়ান স্কার্ফ
সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বকের সুরক্ষার জন্য সানস্ক্রিনের ব্যবহার প্রচলন থাকলেও সূর্যালোক থেকে চুল রক্ষা করতে চুলের সানস্ক্রিনের সঙ্গে অনেকেই পরিচিত নন। সেক্ষেত্রে বাইরে বেরোনোর আগে মাথায় জড়িয়ে নিতে পারেন একটি স্কার্ফ। এখন এমনিতেই শীতকাল। ফলে স্কার্ফ জড়ালেও গরম লাগবে না। চুল পনিটেল করে বেঁধে একটি সিল্কের স্কার্ফ জড়িয়ে নিতে পারেন উপর দিয়ে।
ঘরোয়া কন্ডিশনার তৈরি করে নিন
এখন শীতকাল বলে ঘন ঘন শ্যাম্পু করার প্রবণতা খানিকটা কম। তবে চুল ভাল রাখতে বাড়িতেই বানিয়ে নিন কন্ডিশনার। নারকেলের দুধ, অ্যালোভেরা আর মেথি দিয়ে প্রাকৃতিক উপায়ে তৈরি করে নিন কন্ডিশনার। এই কন্ডিশননারে ব্যবহারে চুল হয়ে উঠবে স্বাস্থ্যেজ্বল ও প্রাণবন্ত।
হেয়ার ড্রায়ার একেবারেই নয়
তাড়াতাড়ি চুল শুকোনোর জন্য অনেক ভরসা রাখেন হেয়ার ড্রায়ারের উপর। এতে চুলের স্বাভাবিক তৈলাক্ত ভাব নষ্ট হয়ে গিয়ে চুল রুক্ষ হয়ে যায়। যদি ব্যস্ততা থাকে, তাহলে স্নান করার সময়ে দরকার হলে চুল ভেজাবেন না। শ্যাম্পু করতে হলে হাতে সময় নিয়ে স্নানে ঢুকুন। ড্রয়ার ব্যবহার না করার চেষ্টা করুন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy