Advertisement
০৬ জুলাই ২০২৪
Dry Skin Care

শুষ্ক ত্বকের ৩ সমস্যা: এক মাত্র কাঁচা দুধেই লুকিয়ে তার সমাধান

অনেকেই মনে করেন গরমকালে ত্বকে ক্রিম মাখার প্রয়োজন নেই। কিন্তু যাঁদের ত্বক শুষ্ক প্রকৃতির, তাঁদের তো সারা বছরই চামড়ায় টান ধরে। ঘরোয়া টোটকায় কি এই সমস্যার সমাধান রয়েছে?

Three reasons why applying raw milk on face is the ultimate hack for dry skin

কাঁচা দুধ মাখবেন কেন? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ১৭:১৫
Share: Save:

অ্যালো ভেরা জেল থেকে শুরু করে যত ধরনের দামি, কম দামি ময়েশ্চারাইজ়ার রয়েছে, প্রায় সব কিছুই মুখে মেখে ফেলেছেন। কিন্তু গরমকালেও ত্বক খসখস করছে। গরমকালে, বিশেষ করে অনেক ক্ষণ এসিতে থাকার কারণে ত্বকের আর্দ্রতা নষ্ট হয়। আবার, অনেকেই মনে করেন, শীতকালের মতো স্নান করার পর ত্বকে ময়েশ্চারাইজ়ার বা ক্রিম মাখার প্রয়োজন নেই। স্নান করার পর এমনিতেই ত্বক আর্দ্র হয়ে থাকে। তার উপর ঘাম হলেও ত্বকে টান ভাব তেমন বোঝা যায় না। কিন্তু যাঁদের ত্বকের ধরন শুষ্ক, তাঁরা প্রায় সারা বছরই এই সমস্যায় ভোগেন। রূপটানশিল্পীরা বলছেন, এই সমস্যার দারুণ একটি ঘরোয়া টোটকা হতে পারে কাঁচা দুধ। ত্বকের আর্দ্রতা বজায় রাখা থেকে জেল্লা বাড়িয়ে তোলা— এই উপাদান মাখলে সবই সম্ভব।

১) ত্বকের তারুণ্য ধরে রাখে

কাঁচা দুধের মধ্যে ভিটামিন এ এবং বি রয়েছে। নিয়মিত মুখে কাঁচা দুধ মাখলে ত্বকের বয়সজনিত সমস্যাগুলি রুখে দেওয়া যায়। বলিরেখা, কালচে দাগছোপ, চামড়া কুঁচকে যাওয়ার মতো লক্ষণগুলিও বশে রাখা যায়।

২) প্রাকৃতিক ক্লিনজ়ার

নানা রকম ভিটামিন এবং খনিজে ভরপুর কাঁচা দুধ ক্লিনজ়ার হিসাবেও দারুণ কাজের। দুধের সঙ্গে সামান্য ওট্‌স বা পাউরুটির গুঁড়ো মিশিয়ে মাখলে মুখ পরিষ্কারও হয়। আবার ত্বক থেকে মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েটর হিসাবেও দারুণ কাজ করে।

Three reasons why applying raw milk on face is the ultimate hack for dry skin

কাঁচা দুধ ত্বকের উন্মুক্ত ছিদ্র বা রন্ধ্রে জমা তেল, ধুলো-ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। ছবি: সংগৃহীত।

৩) ব্রণ নিয়ন্ত্রণে রাখে

কাঁচা দুধের মধ্যে রয়েছে ল্যাক্টিক অ্যাসিড। যা ত্বকের উন্মুক্ত ছিদ্র বা রন্ধ্রে জমা তেল, ধুলো-ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। ত্বকের প্রদাহজনিত সমস্যাও নিয়ন্ত্রণে রাখে এই উপাদান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dry Skin Dry Skin Remedies Skin Care Tips milk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE