Advertisement
২২ নভেম্বর ২০২৪
Curry Leaves for Hair Growth

কারিপাতা চুলের জন্য ভাল, ৩ উপকরণের সঙ্গে মাখলে কেশের বাড়বৃদ্ধি রুখতে পারবেন না

ঘরোয়া টোটকা হিসাবে ভরসা রাখতে পারেন কারিপাতায়। এই পাতার গুণেই চুলের গোড়া মজবুত হয়, চুল পড়়ার সমস্যাও কমে।

Three incredible ways to use curry leaves for hair growth

কারিপাতার সঙ্গে কী কী মেশানো যায়? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫২
Share: Save:

চুল পড়ার সমস্যা যেন ‘বারোমাস্যা’ হয়ে দাঁড়িয়েছে। শ্যাম্পু করলে চুল পড়ছে। বেঁধে কিংবা খুলে রাখলেও একই রকম অবস্থা। দূষণের বাড়বাড়ন্ত, খাওয়াদাওয়ার অনিয়ম, মানসিক চাপের জন্যই চুল পড়ার সমস্যা বাড়ছে। হরেক রকম নামীদামি প্রসাধনী ব্যবহার করেও লাভের লাভ হচ্ছে না। তবে ঘরোয়া টোটকা হিসাবে ভরসা রাখতে পারেন কারিপাতায়। এই পাতার গুণেই চুলের গোড়া মজবুত হয়, চুল পড়়ার সমস্যাও কমে। কী ভাবে ব্যবহার করলে এই চটজলদি উপকার পাবেন?

আমলকি ও মেথির সঙ্গে:

আধ কাপ কারিপাতা আর আধ কাপ মেথি পাতা ও একটি গোটা আমলকির রস একসঙ্গে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে মিশ্রণ তৈরি করে নিন। মাথায় মিশ্রণটি মেখে নিয়ে আধ ঘণ্টা পর ঈষদুষ্ণ গরমজলে ধুয়ে নিন। কারিপাতায় ভরপুর মাত্রায় ভিটামিন বি থাকে। এই ভিটামিন চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। আর আমলকি ও মেথি বাড়ায় চুলের ঘনত্ব।

টক দইয়ের সঙ্গে:

একমুঠো কারিপাতা মিক্সিতে নিয়ে ভাল করে পেস্ট তৈরি করুন। এক টেবিল চামচ কারিপাতার মিশ্রণ আগের থেকে ফেটিয়ে রাখা টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। মাথার ত্বকে ভাল করে মেখে নিন এই মিশ্রণ। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। টক দই মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং খুশকি ও মৃত কোষ দূর করতে এই প্যাক দারুণ কাজে আসে।

পেঁয়াজের সঙ্গে:

চুল পড়া বন্ধ করতে পেঁয়াজ ও কারিপাতার মিশ্রণ দারুণ কাজে আসে। এই মিশ্রণটি চুলে পাক ধরা আটকাতেও বেশ উপযোগী। ১৫-২০টি কারিপাতা একটি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ভাল করে বেটে নিন। এ বার পেস্টে দিয়ে দিন একটি গোটা পেঁয়াজের রস। ভাল করে মিশিয়ে চুল ও মাথায় মেখে নিন। এক ঘণ্টা রেখে ভাল করে শ্যাম্পু করে নিন।

অন্য বিষয়গুলি:

hair fall curry leaves Curd Onion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy