Advertisement
২২ জানুয়ারি ২০২৫

‘পাকিস্তানি বধূর পরনে কেন ভারতীয় পোশাক?’ কটাক্ষের তোপ অভিনেত্রীকে! কড়া জবাব নায়িকার

পাকিস্তানি বধূর পরনে ভারতীয় পোশাককে মোটেই ভাল চোখে দেখেননি অনেকে। সমাজমাধ্যমে তা নিয়ে শুরু হয় কটাক্ষ।

Pakistani actor Ushna Shah

ইনস্টাগ্রামে হাতের মেহন্দির ছবি ও বিয়ের পোশাকের ছবি দিয়ে নিন্দকদের বিরুদ্ধে সরব হন উশনা। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০১
Share: Save:

গল্‌ফ খেলোয়াড় হামজা আমিনের সঙ্গে বিয়ে সারলেন পাকিস্তানি অভিনেত্রী উশনা শাহ। সমাজমাধ্যমে ভাইরাল হচ্ছে নবদম্পতির বিয়ের ভিডিয়ো ও ছবি। বিয়ের উপলক্ষে অভিনেত্রীর পরনে ছিল পাকিস্তানি ব্র্যান্ড ওয়ার্দা সেলিমের নকশা করা একটি টকটকে লাল লেহঙ্গা, ঠিক যেন ভারতীয় কনে। হামজাও সেজেছিলেন ভারতীয় বরের বেশে। তার পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি ও প্রিন্টেট পাগড়ি।

পাকিস্তানি বধূর পরনে ভারতীয় পোশাককে মোটেই ভাল চোখে দেখেননি অনেক। সমাজমাধ্যমে এই নিয়ে শুরু হয় কটাক্ষ। কী করে ভারতীয় বেশে সাজলেন উশনা, তা নিয়ে প্রশ্ন তুললেন কেউ কেউ। নিন্দকদের কড়া জবাব দিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে হাতের মেহন্দির ছবি ও বিয়ের পোশাকের ছবি দিয়ে নিন্দকদের বিরুদ্ধে সরব হন তিনি। উশনা লেখেন, ‘‘যাঁদের আমার বিয়ের পোশাক নিয়ে এত সমস্যা, তাঁদের তো আমন্ত্রণ জানানো হয়নি। আমার তো মনে পড়ছে না তাঁরা কেউ আমার পোশাকের জন্য টাকা দিয়েছেন বলে। আমার গয়না আমার বিয়ের পোশাক সম্পূর্ণ রূপে পাকিস্তানি। যদিও আমার হৃদয় অর্ধেকটা অস্ট্রেলিয়ান।’’

উশনার বিয়েতে তাঁর নাচের ভিডিয়োটিও বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো দেখেও নানা রকম চর্চা শুরু হয়। এক জন লিখেছেন, ‘‘পাকিস্তানিদের নিজস্ব ঐতিহ্য রয়েছে। পাকিস্তানে ভারতীয় ঐতিহ্য টেনে আনা বন্ধ করুন। আমরা মুসলিম, আমাদের ধর্মে এই ধরনের পোশাক পরা মানা। সকলের মধ্যে নেতিবাচক ধারণা ছড়ানো বন্ধ করুন।’’ আর এক জন লিখেছেন, ‘‘পাকিস্তানি কনেরা হঠাৎ এমন ভাবে সাজতে শুরু করল কেন? এটা তো আমাদের ঐতিহ্য নয়।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy