Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Nita Ambani's Popcorn Bag

পপকর্নের ঠোঙা হাতে কন্যার অনুষ্ঠানে হাজির নীতা অম্বানী! রহস্য খুলতেই ‘মুগ্ধ’ ফ্যাশন দুনিয়া

নীতার হাতে পপকর্নের টাব আর তা থেকে উপচে পড়া পপকর্ন দেখে অবাকই হয়েছিলেন উপস্থিত দর্শকেরা। তবে ভুল ভাঙল কিছু ক্ষণের মধ্যেই। জানা গেল নীতার পপকর্নের টাব মোটেই ভুট্টার খইয়ের ঠোঙা নয়।

নীতা অম্বানী।

নীতা অম্বানী। ছবি : ইনস্টাগ্রাম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১২:৫৭
Share: Save:

তিনি বেশি সাজলে খবর, তিনি কম সাজলেও খবর। তিনি নীতা অম্বানী। ভারতীয় ধনীশ্রেষ্ঠের পত্নী দিন দিন তাঁর ফ্যাশন এবং রুচিবোধকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে, তাঁর পোশাক থেকে শুরু করে গয়না থেকে জুতো, এমনকি হাতব্যাগের দিকেও চোখ পেতে বসে থাকছে ফ্যাশন দুনিয়া। সেই নীতা কিনা বুধবার মেয়ে ইশা অম্বানীর সংস্থার একটি অনুষ্ঠানে হাজির হলেন পপকর্নের ঠোঙা হাতে!

ইশা অম্বানীর অনুষ্ঠানে  নীতা অম্বানী।

ইশা অম্বানীর অনুষ্ঠানে নীতা অম্বানী। ছবি: সংগৃহীত।

নীতার হাতে পপকর্নের টাব আর তা থেকে উপচে পড়া পপকর্ন দেখে অবাকই হয়েছিলেন উপস্থিত দর্শকেরা। তবে ভুল ভাঙল কিছু ক্ষণের মধ্যেই। জানা গেল নীতার পপকর্নের টাব মোটেই ভুট্টার খইয়ের ঠোঙা নয়। তা থেকে উপচে পড়ে পপকর্নও ভুট্টার খই নয়। পপকর্নের টাবের আদলের হাত ব্যাগ নিয়েছেন নীতা। আর তা থেকে উপচে পড়া পপকর্ন তৈরি করা হয়েছে মুক্তোর পুঁতি দিয়ে!

শানেলের ওয়েবসাইটে থাকা পপকর্ন ক্লাচের ছবি।

শানেলের ওয়েবসাইটে থাকা পপকর্ন ক্লাচের ছবি। ছবি: সংগৃহীত।

বুধবার ইশার প্রসাধনী সংস্থার একটি অনুষ্ঠানে তারকাদের হাট বসেছিল মুম্বইয়ে। করিনা কপূর খান, কিয়ারা আডবানী, শাহরুখ খানের কন্যা সুহানা খান থেকে শুরু করে তৃপ্তি ডিমরি-সহ বলিউডের বহু তারকাই সেজেগুজে এসেছিলেন সেখানে। ইশা নিজেও কম সাজেননি। হালকা বেগনি রঙের মখমলের একটি প্যান্টস্যুট। তার গলায় বড়সড় একখানা বো বাঁধা। সঙ্গে রুপোলি স্টিলেটো আর ম্যাচিং হিরের বো ব্যাগ নিয়েছিলেন ইশা। কিন্তু নীতা স্টাইলে মেয়েকেও টেক্কা দিলেন। অনুষ্ঠানে তিনি হাজির হলেন চুমকির কারুকাজ করা একটি ক্রিমরঙা ব্লেজ়ার আর চুমকির কাজ করা কালো প্যারালাল প্যান্ট পরে। পোশাকের সঙ্গে কানে বড় ঝোলা হিরের দুল পরেছিলেন নীতা। হাতে পরেছিলেন ছোট ছোট হিরে বসানো লম্বাটে আংটি। কিন্তু সে সব ছেড়ে সবার চোখ গিয়ে আটকাল নীতার পপকর্ন ব্যাগে।

পপকর্নের টাব হাতে অনুষ্ঠানে প্রবেশ নীতা অম্বানীর।

পপকর্নের টাব হাতে অনুষ্ঠানে প্রবেশ নীতা অম্বানীর। ছবি: সংগৃহীত।

নীতার নেওয়া পপকর্ন ব্যাগটি সদ্য বাজারে এনেছে শানেল। আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা গত মাসেই প্রকাশ করেছে ২০২৪-২৫ এর শীতকালীন সম্ভার। তাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে নীতার পপকর্ন ব্যাগ সেই সম্ভারেরই একটি। তবে দাম কত, তা জানায়নি সংস্থাটি। দামের জায়গায় লেখা আছে, দাম ধার্য হবে বিশেষ অনুরোধের ভিত্তিতে। তবে ব্যাগটি কী দিয়ে তৈরি তার বিস্তারিত বর্ণনা রয়েছে শানেলের ওয়েবসাইটে। মুক্তো, হোয়াইট গোল্ড, সেমি প্রেসাস মেটাল এবং নকল চামড়া দিয়ে তৈরি হয়েছে শানেলের ওই পপকর্ন ক্লাচ।

অন্য বিষয়গুলি:

Nita Ambani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy