Advertisement
৩০ অক্টোবর ২০২৪
tattoo

Bizarre Tattoo: জুতোর বড্ড দাম! তাই পায়ে জুতোর ট্যাটু করালেন ইনি

পছন্দের স্নিকার কেনার টাকা নেই। তাই সেই স্নিকারের আদলেই পায়ে ট্যাটু করিয়ে নিলেন ইংল্যান্ডের এক যুবক।

শ্রীচরণে ‘সু’

শ্রীচরণে ‘সু’ ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১১:১১
Share: Save:

বিভিন্ন বার্তা ও কারুকাজ ট্যাটুর মাধ্যমে নিজের শরীরে ধরে রাখতে পছন্দ করেন অনেকে। কিন্তু তাই বলে জুতো! অদ্ভুত শোনালেও সত্যি। নিজের পছন্দের এক জোড়া জুতোর দাম এতই বেশি যে, কেনার সাধ্য নেই। তাই সেই জুতোর আদলে পায়ে ট্যাটু করিয়ে ফেললেন ইংল্যান্ডের এক যুবক।

ট্যাটুটি এঁকেছেন খ্যাতনামা ট্যাটুশিল্পী ডিন গন্থার। পেশাগত কারণে যুবকের নাম প্রকাশ না করলেও নিজের আঁকা জুতোর ট্যাটুর ছবি ও ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। আর প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেগুলি। প্রায় কুড়ি লক্ষেরও বেশি মানুষ দেখেছেন এই ট্যাটুর ভিডিয়ো।

ডিন জানাচ্ছেন, ওই যুবক এসে তাঁকে জানান একটি ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক সংস্থার তৈরি বিশেষ এক জোড়া স্নিকার জাতীয় জুতো কেনার বড়ই শখ ছিল তাঁর। কিন্তু জুতোর দাম এতই বেশি যে, সাধ থাকলেও কুলোয়নি সাধ্যে। তার পর তিনি সিদ্ধান্ত নেন, সেই জুতোর আদলেই ট্যাটু করিয়ে নেবেন দুই পায়ের পাতায়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

tattoo bizarre Shoe
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE