Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Skin Care Tips

মুখে তেলের বন্যা বইছে! ঘরোয়া ৩ উপাদানেই তেলতেলে ত্বকের সমস্যা দূর হবে

তেলতেলে ত্বকের সমস্যা ঠেকিয়ে রাখতে যখন তখন ফেসওয়াশ দিয়ে মুখ ধুচ্ছেন। কিন্তু তাতে ত্বকের নিজস্ব তেল বা সেবাম ক্ষরণের পরিমাণ কমে না।

Representative Image

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৪ ২৩:১১
Share: Save:

তৈলাক্ত ত্বক মানেই ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের সমস্যা। বাইরে বেরোলো তেলতেলে ত্বকের উপর রাস্তার ধুলো-ময়লার আস্তরণ! এই সমস্যা ঠেকিয়ে রাখতে যখন তখন ফেসওয়াশ দিয়ে মুখ ধুচ্ছেন। অফিসের ব্যাগেও ফেসওয়াশের ছোট্ট একটি টিউব রেখে দেন। ঘন ঘন মুখ ধোয়ার ফলে হয়তো মুখের অতিরিক্ত তেল বা সেবাম নিয়ন্ত্রণে থাকছে। কিন্তু ত্বকের পিএইচ সমতা নষ্ট হচ্ছে। তা হলে তৈলাক্ত ত্বকের সমস্যা নিয়ন্ত্রণে রাখবেন কী ভাবে? রূপটান শিল্পীরা বলছেন, ঘরোয়া কয়েকটি উপাদান নিয়মিত মাখলে এই ধরনের সমস্যা বশে রাখা যায়।

১) মধু

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে মধু। কিন্তু ত্বকে বাড়তি কোনও তেল থাকে না। এ ছাড়া মধুতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ যা ব্রণের দাপট নিয়ন্ত্রণে রাখে। ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর সামান্য পরিমাণে মধু ওই ভেজা অবস্থায় মুখে মেখে ফেলুন। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২) শসা

শসা হল প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট। শসার মধ্যে জলের পরিমাণ বেশি। এ ছাড়া রয়েছে নানা রকমেক প্রয়োজনীয় কিছু ভিটামিন এবং খনিজ। ত্বকের আর্দ্রতা বজায় রাখার পাশপাশি সেবাম ক্ষরণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই উপাদানটি। মুখ পরিষ্কার করে শসার রস মেখে নিন। এই রস মাখার পর মুখ ধুয়ে ফেলার প্রয়োজন নেই।

শসার রসের মতোই আরও একটি প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট হল অ্যাপল সাইডার ভিনিগার। ত্বকের পিএইচের সমতা বজায় রাখতে এই উপাদানটি বেশ কাজের। তবে এই জিনিসটি সরাসরি মুখে মাখা যায় না। এক চা চামচ অ্যাপল সাইডার ভিনিগারের সঙ্গে ৩ চা চামচ জল মিশিয়ে নিন। এই মিশ্রণে তুলো ভিজিয়ে মুখে মেখে নিন। কয়েক মিনিট অপেক্ষা করুন। তার পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। স্পর্শকাতর ত্বকে অস্বস্তি হতে পারে। সে ক্ষেত্রে এই মিশ্রণ এড়িয়ে চলাই ভাল।

শসার রসের মতোই আরও একটি প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট হল অ্যাপল সাইডার ভিনিগার। ত্বকের পিএইচের সমতা বজায় রাখতে এই উপাদানটি বেশ কাজের। তবে এই জিনিসটি সরাসরি মুখে মাখা যায় না। এক চা চামচ অ্যাপল সাইডার ভিনিগারের সঙ্গে ৩ চা চামচ জল মিশিয়ে নিন। এই মিশ্রণে তুলো ভিজিয়ে মুখে মেখে নিন। কয়েক মিনিট অপেক্ষা করুন। তার পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। স্পর্শকাতর ত্বকে অস্বস্তি হতে পারে। সে ক্ষেত্রে এই মিশ্রণ এড়িয়ে চলাই ভাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Skin care Monsoon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE