অ্যান্টিঅক্সিড্যান্টে পরিপূর্ণ কফি চুলের পুষ্টি জোগায়। ছবি: সংগৃহীত
অফিসে কাজ করতে করতে ক্লান্ত লাগলে এক কাপ কফিতে চুমুক দিলেই শরীর হয়ে ওঠে তরতাজা। মন ভাল করা হোক কিংবা শরীরে স্ফূর্তি আনা, কফির নেই কোনও তুলনা। শুধু কি তাই, রূপচর্চার ক্ষেত্রেও দারুণ উপকারী কফি।
চুল পড়াও আটকে যায় কফির গুণে— এটা জানতেন কি? সপ্তাহে মাত্র দু’বার কফি দিয়ে তৈরি মাস্ক লাগালেই মিলবে সুফল। খুশকির সমস্যা থাকলেও রেহাই পাবেন এই পন্থায়। কফির মধ্যে যে ক্যাফিন থাকে তা মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিড্যান্টে পরিপূর্ণ কফি চুলের পুষ্টিও জোগায়। চুলের গোড়াকে মজবুত রাখে। ফলে সহজে চুল পড়ে যায় না।
চুল পড়া রোধ করার পাশাপাশি কফি মাথার মৃত কোষগুলি দূর করে। মাথার তালু পরিষ্কার থাকলে অক্সিজেন সরবরাহ ঠিক থাকে। এর ফলে চুলও থাকে সতেজ। আর চুলের স্বাস্থ্যও বজায় থাকে।
কী ভাবে বানাবেন কফি মাস্ক
পাঁচ চামচ নারকেল তেলের সঙ্গে দু’চামচ কফি পাউডার ভাল করে মিশিয়ে নিন। এই মাস্ক সপ্তাহে দু’দিন ব্যবহার করুন। মাথায় ২০ মিনিট অন্তত রাখুন। নিয়মিত ব্যবহারে দ্রুত সুফল পাবেন।
একটি লোহার পাত্রে নারকেল তেল নিয়ে ধীরে ধীরে গরম করুন। এরপর তার মধ্যে কফি পাউডার মিশিয়ে নিন। লোহার পাত্রে তেল গরম করলে চুলের পুষ্টিতেও কাজে আসে। এই মিশ্রণ কিন্তু গরম গরম লাগাতে হবে।
এ ছাড়া শুকনো আমলাগুঁড়ো, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল আর কফি একসঙ্গে মিশিয়ে নিয়ে চুলের মাস্ক বানিয়ে নিন। এতে কিন্তু খুশকির সমস্যাও কমবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy