লিপ টিন্ট তৈরি করুন বাড়িতে। ছবি: সংগৃহীত।
লিপস্টিকের মতো গাঢ় রঙের নয়, আবার লিপ বামের মতো স্বচ্ছও নয়। বাজারে ঠোঁট রাঙানোর নতুন প্রসাধনী এখন টিন্ট। তবে রূপটান শিল্পীরা বলছেন, এই টিন্ট শুধু ঠোঁট নয়, ব্যবহার করা যায় গালেও। যদিও গাল রাঙানোর জন্য ব্লাশ রয়েছে। কিন্তু, তাড়াহুড়োতে এই টিন্ট দিয়েও কাজ চালানো যায়। নামীদামি বিভিন্ন প্রসাধনী সংস্থা লিপস্টিক, লিপ বামের পাশাপাশি লিপ টিন্টও তৈরি করছে আজকাল। তবে, দাম দিয়ে যদি টিন্ট কিনতে না চান, তা হলে একেবারে ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক কয়েকটি উপাদান দিয়ে এই প্রসাধনীটি কিন্তু বাড়িতেও তৈরি করে ফেলতে পারেন। কী কী লাগবে এই টিন্ট তৈরি করতে?
উপকরণ:
১টি বিট
৪ টেবিল চামচ নারকেল তেল
৪ টেবিল চামচ কাঠবাদাম তেল
২ চা চামচ ভিটামিন ই অয়েল
পদ্ধতি:
প্রথমে বিট ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিন।
তার পর একটি পাত্রে খানিকটা জল গরম করে নিন। কেটে রাখা বিটের টুকরোগুলো দিয়ে মিনিট দশেক ভাল করে ফুটিয়ে নিন।
সেদ্ধ করা বিট মিক্সিতে মিহি করে বেটে নিন। ছাঁকনির সাহায্যে বিটের ক্বাথ থেকে রস বার করে নিন।
বিটের রসের সঙ্গে মিশিয়ে নিন নারকেল তেল, কাঠবাদামের তেল এবং ভিটামিন ই অয়েল।
এ বার সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে পরিষ্কার কাচের পাত্রে ভরে নিন। এক রাত ফ্রিজে রাখুন। ব্যস, টিন্ট তৈরি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy