Advertisement
০৫ নভেম্বর ২০২৪

রাসায়নিক দেওয়া প্রসাধনী চোখে ব্যবহার না করে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন ‘স্মাজ়প্রুফ’ কাজল

কাজল ঘেঁটে চোখের তলায় এমন ভাবে মেখে যায় যে, তা কালি বলে ভুল করেন অনেকে। ঘেঁটে যাবে বলে কাজল পরতে চান না কেউ কেউ। রাসায়নিক দেওয়া কাজল পরে চোখের ক্ষতি এড়াতে, বাড়িতে তা বানিয়েও ফেলা যায়।

Image of Kajal.

কাজল ঘেঁটে যায়? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ২১:০৭
Share: Save:

যত দামি কাজলই কিনুন না কেন, চোখ থেকে তা গলে, ঘেঁটে মুখের চারদিকে মেখে একশা কাণ্ড। তবে চোখে কাজল না পরে বাইরে বেরোতে অনেকেরই ভাল লাগে না। এ দিকে, যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত, তাঁরা কাজল পরতে অস্বস্তি বোধ করেন। অনেকে আবার কাজল পরার পর চোখে কালো আইশ্যাডোর প্রলেপ বুলিয়ে নেন। তাতে কাজল ঘাঁটবে কি না, তা হলফ করে বলতে না পারলেও চোখের ভিতর রাসায়নিক দেওয়া আইশ্যাডোর গুঁড়ো ঢুকে যেতে পারে। অনেকেই চোখে লেন্স ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে সমস্যা আরও গুরুতর হতে পারে। এ সব সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতেই কিন্তু কাজল তৈরি করে ফেলা যায়। জানেন কী ভাবে তৈরি করা যায় ‘স্মাজ়প্রুফ’ কাজল?

উপকরণ

খাঁটি ঘি: ২ টেবিল চামচ

জোয়ান: ১ চা চামচ

কাঠবাদাম: ৪ থেকে ৬টি

কাঠবাদামের তেল: ১ টেবিল চামচ

কেশর: ২-৪টি

চন্দনবাটা: ১ টেবিল চামচ

মাটির প্রদীপ: ১টি

চামচ: ১টি

তামার পাত্র: ১টি

পদ্ধতি

১) প্রথমে খানিকটা তুলো নিয়ে চন্দনবাটায় ভিজিয়ে রাখুন।

২) এ বার প্রদীপে ঘি দিয়ে জ্বালিয়ে নিন।

৩) এর পর চন্দনে ভেজানো তুলোর মধ্যে জোয়ান এবং কাঠবাদামের গুঁড়ো ভরে হাতের তালুর উপর পাকিয়ে নিয়ে প্রদীপের সলতে তৈরি করুন।

৪) প্রদীপের শিখার উপর তামার পাত্র এমন ভাবে রাখুন, যাতে আগুনের শিখা থেকে কালো ভুসি এই পাত্রে জমতে পারে।

৫) প্রদীপের সলতে পুরো পুড়ে গেলে তার পর তামার পাত্র সরিয়ে নিন।

৬) পাত্রের গা থেকে কালো ভুসি, চামচের সাহায্যে চেঁচে তুলে ফেলুন।

৭) এ বার ওই কালো ভুসির মধ্যে কাঠবাদামের তেল মিশিয়ে নিন।

৮) কাজলের ঘনত্ব কেমন চান, সেই বুঝে তেল দেবেন।

৯) শুধু কাজল নয়, চাইলে জেল লাইনারের মতোও ব্যবহার করতে পারেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE