ঠোঁটে লিপস্টিকের নিখুঁত প্রয়োগ সৌন্দর্যকে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। কিছু সহজ কৌশল মেনে চললে যে কেউ পেতে পারেন আকর্ষণীয় ও মোহময়ী ঠোঁট।
ঠোঁট প্রস্তুত করা:
মৃত কোষ দূর করা: মৃত কোষ দূর করতে সপ্তাহে দু'বার ঠোঁটে স্ক্রাব বা টুথব্রাশ দিয়ে হালকা ভাবে ঘষুন।
ময়েশ্চারাইজ করুন: ঠোঁটের শুষ্কতা দূর করার জন্য নিয়মিত লিপ বাম বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
ফাউন্ডেশন ব্যবহার: লিপস্টিক ভাল ভাবে লাগাতে আগে ফাউন্ডেশন ব্যবহার করা যেতে পারে। তার উপর লিপস্টিক লাগালে রং ভাল ফুটবে, আর রং অনেক ক্ষণ স্থায়ী হবে।
লিপস্টিক লাগানো:
১) হালকা রঙের ছোঁয়া: ঠোঁটের রং খুব উগ্র লাগবে না অথচ ঠোঁট ফ্যাকাশেও লাগবে না, এমন যদি হয় আপনার পছন্দ, তা হলে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে তুলো দিয়ে মুছে ফেলতে হবে। এতে মনে হবে, এটিই ঠোঁটের স্বাভাবিক রং।
২) লিপ লাইনার ব্যবহার: লিপ লাইনার ব্যবহার করলে, ঠোঁটের আকার আরও সুন্দর লাগবে। ঠোঁটের আকৃতি সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে লিপলাইনার ব্যবহার করতে হবে।
৩) লিপস্টিক লাগানোর পদ্ধতি: ঠোঁটের উপরের অংশের মাঝখান থেকে লিপস্টিক লাগানো শুরু করতে হবে এবং ধীরে ধীরে বাইরের দিকে ছড়িয়ে দিতে হবে।

সর্বদা ত্বকের থেকে এক শেড গাঢ় রং ব্যবহার করতে হবে। ছবি: সংগৃহীত
৪) একাধিক স্তর ব্যবহার করতে হবে: এতে লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে। পছন্দের রঙের তীব্রতা পেতে পাতলা করে একাধিক স্তর ব্যবহার করে লিপস্টিক লাগানো দরকার।
৪) ‘ন্যুড শেড’: ‘ন্যুড শেড’ এখন খুবই জনপ্রিয়। সর্বদা ত্বকের থেকে এক শেড গাঢ় রং ব্যবহার করতে হবে। ত্বক যদি ফরসা হয় গোলাপি রং ভাল, মাঝারি হলে কমলা, আর ত্বক শ্যামলা হলে বাদামি রঙের লিপস্টিকে হয়ে ওঠা যাবে মোহময়ী।
লিপস্টিক স্থায়ী করার উপায়:
১) লিপ-প্রাইমার: লিপস্টিক বেশি ক্ষণ স্থায়ী করার জন্য লিপ-প্রাইমার ব্যবহার করা যেতে পারে।
২) পাউডার ব্যবহার: লিপস্টিক লাগানোর পর টিস্যু দিয়ে ঠোঁট হালকা ভাবে চেপে তার উপরে ল্যুস পাউডার লাগালে লিপস্টিক টেকসই হতে পারে।
এই সহজ টিপসগুলি মেনে চললে সহজেই ঠোঁটে লিপস্টিকের রং ফুটিয়ে তোলা যাবে এবং সহজে পাওয়া যাবে কাঙ্খিত সৌন্দর্য।