Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Newborn Facta

গর্ভে থাকাকালীনও কাঁদতে পারে শিশু! রইল সদ্যোজাত সম্পর্কে আটটি অজানা তথ্য

সদ্যোজাতকে নিয়ে নানা উদ্বেগে থাকেন বাবা-মায়েরা। সদ্যোজাতের সম্মন্ধে এই আট তথ্য জেনে রাখা খুবই প্রয়োজন।

প্রসবের ১০ সেকেন্ড পর শিশু তার প্রথম শ্বাস নেয়।

প্রসবের ১০ সেকেন্ড পর শিশু তার প্রথম শ্বাস নেয়। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২৪ ১০:৪৪
Share: Save:

যদিও সব শিশুই অনন্য, তবে কিছু প্রয়োজনীয় তথ্য রয়েছে, যা শিশুর বিকাশ এবং আচরণ সম্পর্কে মূল্যবান দিকনির্দেশ করতে পারে।

রইল এমন আটটি প্রয়োজনীয় তথ্য, যা সকল হবু বাবা-মায়ের জানা উচিত:

১) প্রসবের ১০ সেকেন্ড পর শিশু তার প্রথম শ্বাস নেয়।

২) গর্ভে থাকাকালীনও কাঁদতে পারে শিশু।

৩) গর্ভাবস্থায় ছ’মাস চলাকালীন শিশু প্রথম চোখ খোলে।

বয়স বাড়লে স্বাভাবিক প্রসব হওয়ার সম্ভাবনা কমে যায়।

বয়স বাড়লে স্বাভাবিক প্রসব হওয়ার সম্ভাবনা কমে যায়। ছবি: সংগৃহীত

৪) ২৫ বছর বয়সে গর্ভবতী হওয়ার সম্ভাবনা প্রায় ২০%, কিন্তু ৩৫ ছুঁলে সেই সুযোগটি প্রায় ১২%-এ নেমে আসে।

৫) বয়সের সঙ্গে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ, বয়স বাড়লে নানা হরমোনজনিত পরিবর্তনের জন্য একসঙ্গে একাধিক ডিম্বাণু নিঃসরণ হতে পারে।

৬) বয়স বাড়লে স্বাভাবিক প্রসব হওয়ার সম্ভাবনা কমে যায়।

৭) অন্তঃসত্ত্বা থাকাকালীন হবু মা মানসিক চাপে থাকলে সন্তানের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় এবং ভবিষ্যতে সমস্যা হতে পারে।

৮) বাচ্চার হাড় মজবুত করতে রোদে কিছু ক্ষণ সময় কাটানো উচিত। সরাসরি রোদে না থাকাই ভাল। তবে, রোদ সম্পূর্ণ এড়িয়ে গেলে সন্তানের শরীরে ভিটামিন ডি-র অভাব হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

newborn Pregnancy Prenatal testing Unknown fact
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE