চাপ কাজেরও হতে পারে, আবার মনেরও হতে পারে। ফলাফল, চোখের তলায় কালি।
আবার অত্যধিক পরিশ্রম, কম ঘুম, ত্বকের অযত্ন— এ সব কারণেও চোখের নীচে কালি পড়ে। কালচে ছোপ তুলতে দাম দিয়ে নানা প্রসাধনী কেনেন। নিয়ম করে তা মাখার পরেও সমস্যা থেকে যায়। রূপচর্চা শিল্পীরা বলছেন, রাসায়নিক প্রসাধনী জন্য গুচ্ছ গুচ্ছ অর্থ অপচয় না করে বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপাদানেই আই ক্রিম তৈরি করে ফেলা যায়। কোরিয়ান প্রসাধনীর জনপ্রিয়তার দৌলতে ইদানীং চাল ধোয়া জল দিয়ে ত্বক, কেশচর্চা করেন অনেকেই। সেই উপাদানটি আই ক্রিম বানানোর ক্ষেত্রে কাজে লাগতে পারে। কী ভাবে?
আরও পড়ুন:
· প্রথমে চাল ভাল করে ধুয়ে নিন। খুব কচলে ধোয়ার প্রয়োজন নেই।
· তার পর আরও একটু জল দিয়ে ভিজিয়ে রাখুন ঘণ্টাখানেক।
· এ বার চাল ছেঁকে তুলে নিন।
· ঢিমে আঁচে চাল ধোয়া জল ফুটতে দিন। ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।
· ২ টেবিল চামচ ওই মিশ্রণের সঙ্গে ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল ভাল করে মিশিয়ে ফেলুন।
· চাইলে ভিটামিন ই অয়েল মিশিয়ে নিতে পারেন কয়েক ফোঁটা। ব্যস, আন্ডার আই ক্রিম তৈরি। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ক্রিম নিয়মিত মাখলে চোখের তলার কালচে ছোপ দূর হবে সহজেই।
আরও পড়ুন:
হাতের কাছে অ্যালো ভেরা জেল নেই। কিন্তু বাড়িতে গ্রিন টি তো আছে। সেটি দিয়েও একই ভাবে আই ক্রিম বানিয়ে ফেলা যায়। জেনে নিন পদ্ধতি।
· প্রথমে চাল ভাল করে ধুয়ে নিন। খুব কচলে ধোয়ার প্রয়োজন নেই।
· তার পর আরও একটু জল দিয়ে ভিজিয়ে রাখুন ঘণ্টাখানেক।
· এ বার চাল ছেঁকে নিন তুলে নিন।
· ঢিমে আঁচে চাল ধোয়া জল ফুটতে দিন। ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।
· অন্য একটি পাত্রে জল গরম হলে গ্রিন টি দিয়ে ভাল করে ফুটিয়ে নিন।
· চা ছেঁকে নিন। এ বার ওই দু’টি তরল সমপরিমাণে মিশিয়ে ফেলুন। কয়েক ফোঁটা কাঠবাদামের তেল মিশিয়ে নিতে পারেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ক্রিম নিয়মিত মাখলে চোখের তলার কালচে ছোপ দূর হবে সহজেই।