বসন্ত পঞ্চমীর রেশ এখনও কাটেনি। আর কয়েক দিন পরেই বন্ধুর বিয়ে। ঠান্ডার লেশমাত্র নেই, ইতিমধ্যেই দখিনা হাওয়া বইতে শুরু করেছে। তাই বসন্তের ছোঁয়া রেখেই বন্ধুর বিয়ের সাজ পরিকল্পনা করেছেন। বিয়েতে সাধারণত শাড়িই পরেন। ভারী কাজের চুড়িদারও পরা যায়। তবে এখন বাঙালি বিয়েতে লেহঙ্গা পরার চল হয়েছে। চাইলে অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মতো হলুদরঙা লেহঙ্গায় সেজে উঠতে পারেন আপনিও।
বসন্ত পঞ্চমী উপলক্ষে ইনস্টাগ্রামের পাতায় সম্প্রতি বেশ কিছু ছবি দিয়েছেন মাধুরী। বাসন্তীরঙা লেহঙ্গায় যেন বসন্তের দূত হয়ে উঠেছেন তিনি। সমাজমাধ্যমে অভিনেত্রীর সেই সাজ দেখে মুগ্ধ সকলেই। ‘খাতা-কলমে’ প্রবীণ হওয়ার মুখে দাঁড়িয়েও তরুণদের তিনি যে কোনও সাজেই টেক্কা দিতে পারেন, সে তত্ত্ব আরও একবার প্রমাণিত।

হলুদ লেহঙ্গায় মাধুরী। ছবি: ইনস্টাগ্রাম।
ছবিতে মাধুরীর পরনে যে লেহঙ্গাটি রয়েছে সেটি জর্জেট কাপড়ের তৈরি। বাসন্তী হলুদ রঙের লেহঙ্গার সঙ্গে ‘ভি-কাট’ গলার ব্লাউজ়। সঙ্গে একপাশে রয়েছে সেই রঙেরই ওড়না। ইদানীং সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছে ‘ইয়েলো অন ইয়েলো থিয়োরি’। সেই সূত্র মেনে বন্ধুর বিয়ের জন্য তেমন একটি লেহঙ্গা আপনিও পছন্দের তালিকায় রাখতে পারেন। মাধুরী যে ব্লাউজ় পরেছেন তাতে রয়েছে সাদা সুতো, সোনালি এবং রুপোলি জরির এমব্রয়ডারির কাজ। সাদা রঙের ফুলেল নকশা রয়েছে ওড়না এবং স্কার্ট পাড়ের লেহঙ্গা জুড়ে।
ইন্টারনেট বলছে, মাধুরীর পরনে নির্দিষ্ট বিলাস সংস্থার যে লেহঙ্গাটি রয়েছে তার মূল্য প্রায় লাখ দেড়েক টাকা। তবে খুঁজলে কলকাতার বড়বাজার এলাকায়, নিউ মার্কেটে অনেক কম দামে এই ধরনের লেহঙ্গা পাবেন। চাইলে অনলাইনেও অর্ডার করা যায়। দু’হাজার থেকে দু’লক্ষ— বিভিন্ন দামে সব ধরনের জিনিসই সেখানে পাওয়া যায়।