(বাঁ দিকে) ভূমি পেডনেকর , কিয়ারা আডবাণী (ডান দিকে) । ছবি: সংগৃহীত।
রোজের জীবনে জিন্স, সালোয়ার, কুর্তি-লেগিংস স্বাচ্ছন্দ্যের হলেও কোনও উৎসব-অনুষ্ঠান কিংবা বিশেষ কোনও পার্টিতে শাড়ি পরতে কমবেশি সব মহিলাই ভালবাসেন। ১০ হাজার টাকার শাড়ি হোক কিংবা হাজার টাকার শাড়ি, তার সঙ্গে থাকা ব্লাউ়জ় পিস দিয়ে ব্লাউজ় না বানিয়ে এখন কিন্তু কনট্রাস্ট করে ব্লাউজ় পরার ফ্যাশন ভীষণ ‘ইন’। একটা কালো কিংবা সবুজ ডিজজ়াইনার ব্লাউজ় কিনে নিয়ে বিভিন্ন শাড়ির সঙ্গে নানা কায়দায় পরে ফেলছেন মহিলারা। হালফ্যাশনে ব্লাউজ়ের কাটও অফুরান। বোটনেক, ক্রপ ব্লাউজ়, স্লিভলেস, ডিপ নেক, চাইনিজ় কলার, অফ শোল্ডার, সব্যসাচী কাট, আরও কত কী! কিয়ারা আডবাণী থেকে ভূমি পেডনেকর— বলি নায়িকাদের সাহসী সাজগোজ কি আপনার পছন্দ? পুজোয় নায়িকাদের স্রোতেই গা ভাসাতে চান? শাড়ির সঙ্গে কায়দার ব্লাউজ় পরেই কিন্তু ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও। পুজোয় নায়িকাদের মতো সাহসী সাজে সাজতে চাইলে কেমন হতে হবে ব্লাউজ়ের কাট, রইল তার হদিস।
আন্ডারওয়্যার ব্রাকাট ব্লাউজ়ে অভিনেত্রী ভূমির সাজ ছিল মোহময়ী। ‘বোল্ড লুকে’ স্বচ্ছন্দ হলে এই পুজোয় ভূমির সাজে সাজতে পারেন আপনিও। সাধারণ মল কটনের সঙ্গেও কনট্রাস্ট রঙের এই ধরনের ব্লাউজ় পরে ফেললে সাজে আসবে আলাদাই চমক।
পুজোয় লং স্কার্ট পরবেন বলে স্থির করেছেন? সঙ্গে আলিয়ার মতো কায়দা করে একটি ক্রপ টপ বানিয়ে ফেলতে পারেন। খুব বেশি উন্মুক্ত নয়, অথচ কায়দার ব্লাউজ় বানাতে হলে এই ধরনের কাট আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। স্টাইলও হবে আর স্বচ্ছন্দের সঙ্গেও কোনও রকম আপস করতে হবে না।
পুজোয় কিয়ারা আডবাণীর সাজেও হয়ে উঠতে পারেন অনন্যা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক কিংবা দীপাবলির পার্টি— সাহসী পোশাকে কিয়ারার সাজ নিয়ে প্রায়ই চর্চা হয় সমাজমাধ্যমে। এই পুজোয় আপনিও কিয়ারার মতো জর্জেটের শাড়ির সঙ্গে ডিপনেক করসেট ব্লাউজ় পরে বেরিয়ে পড়তে পারেন প্যান্ডেল হপিংয়ে। মেকআপ ছিমছাম হলেও পোশাকেই করবেন বাজিমাত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy