সাফাইকর্মী নয়, রোবটেই ভরসা এয়ার ইন্ডিয়ার। ছবি: সংগৃহীত।
বিমানের বাইরের অংশ সাফাইয়ের জন্য পরিবেশ-বান্ধব স্বয়ংক্রিয় যন্ত্র আনল এয়ার ইন্ডিয়া। এই রোবোটিক যন্ত্র ‘এরোওয়াশ’-এর সাহায্যে বিমান ধোয়া করা হবে সম্পূর্ণ শুষ্ক ভাবে। প্রতিটি বিমানের বাইরের অংশ পরিষ্কারের জন্য বছরে গড়ে প্রায় ৭৫০০০ লিটার জল খরচ হয়। এই যান্ত্রিক ব্যবস্থাটি চালু হওয়ার পর বিমান পিছু বছরে ৭৫০০০ লিটার জল বাঁচানো সম্ভব হবে।
‘এরোওয়াশ’ ডিভাইসটিতে একাধিক আধুনিক বৈশিষ্ট্য রয়েছে। পরিষ্কারের জন্য এতে রয়েছে একটি রোবোটিক মাইক্রো-ফাইবার ব্রাশ ড্রাম। জলবিহীন প্রক্রিয়ার কারণে যন্ত্রটি অনেক বেশি টেকসই হবে বলে মনে করা হচ্ছে। সবুজায়নের জন্য এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের এটি একটি বড় পদক্ষেপ।
Introduction of automated aircraft exterior cleaning to save up to 75,000 ltrs water per aircraft annually.
— Air India (@airindia) December 3, 2023
Innovative 'Aerowash' process ensures quality cleaning, enhances fuel efficiency & curbs carbon footprint in a major boost to Air India's sustainability mission.… pic.twitter.com/MC9QmNJm5U
এর আগে বিমানের উপরিভাগ সাফাইয়ের প্রক্রিয়াটি ছিল বেশ সময়সাপেক্ষ, এর জন্য প্রয়োজন হত বিপুল সংখ্যক কর্মী তার উপর জলের অপচয়ও হত অনেকখানি। এই সব সমস্যার মুশকিল আসান করবে ‘এরোওয়াশ’, এমনটাই দাবি করেছেন এয়ার এন্ডিয়া কর্তৃপক্ষ। ‘এরোওয়াশ’-এর ব্যবহার কেবল বিমানটিকে ঝাঁ চকচকে করবে তা-ই নয়, বরং বিমানের ক্রাউন, লিফ্ট বা রাডারের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিও খুব সুন্দর ভাবে পরিষ্কার করার ক্ষমতা রাখে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy