Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Bizarre

‘সৎবাবার সঙ্গেই সুখ, তাই বিয়ে করেছি’! হঠাৎ খ্যাতি পেয়ে বিড়ম্বনায় তরুণী?

কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। ক্রিস্টির সঙ্গেও ঠিক তেমনটাই হল। রাতারাতি জনপ্রিয়তা পেয়েও এখন বিপদে পড়লেন তরুণী। ব্যাপারটা কী?

symbolic image of relationship

স্বামী যখন বাবা। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১৭:০৮
Share: Save:

সৎবাবাকে ভালবাসি, ওঁকেই বিয়ে করেছি। সম্প্রতি নিজের জীবনের এমন রহস্য ফাঁস করেই সমাজমাধ্যমে ভাইরাল হন ফ্লোরিডার এক তরুণী। প্রেম কোনও বাধ মানে না, তা আরও এক বার প্রমাণ করলেন লাস ভেগাসের নবদম্পতি ক্রিস্টি এবং জন। স্বামী-স্ত্রী হওয়ার আগে দু’জনের মধ্যে ছিল বাবা-মেয়ের সম্পর্ক। সমাজমাধ্যমে ক্রিস্টি ফলাও করে বলেন, ‘‘সৎবাবাকে বিয়ে করার পরিকল্পনা আমার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত!’’ এই ভিডিয়োতে ছড়িয়ে পড়তেই চারদিকে শুরু হয় নিন্দা। জবাবে ক্রিস্টি বলেন, ‘‘যা করেছি, বেশ করেছি।’’ এই ভিডিয়ো ভাইরাল হতেই রাতারাতি বাড়তে থাকে সমাজমাধ্যমে ক্রিস্টির অনুরাগীদের সংখ্যা! ভাল উপার্জনও হতে শুরু করে। তবে সবটাই সাময়িক!

A Young Woman spreads rumor that she married her stepdaddy, what happened next

জন ও ক্রিস্টির প্রেমকাহিনি খুবই সাধারণ। ছবি: সংগৃহীত।

কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। ক্রিস্টির সঙ্গেও ঠিক তেমনটাই হল। আদতে সমাজমাধ্যমে পরিচিতি লাভ করার জন্যই ক্রিস্টি নিজের জীবন নিয়ে মিথ্যা গল্প প্রচার করেন। জন আদতেও তাঁর স‌ৎবাবা নন, কেবলই স্বামী। জন ও ক্রিস্টির প্রেমকাহিনি খুবই সাধারণ। সেই কাহিনি ততটাও অনুরাগীদের মনে দাগ কাটবে না। ভাইরাল হওয়ার জন্য প্রেমকাহিনিতে ‘টুইস্ট’ আনেন। পরে আরও ভাইরাল হওয়ার জন্য আর একটি ভিডিয়োতে তিনি জানান আসল সত্যটি। তিনি জানান, জন তাঁর সৎবাবা নন। তবে জনের সঙ্গে বয়সের ফারাক প্রায় ১৬ বছরের। ক্রিস্টি বলেন, ‘মোটরবাইক দুর্ঘটনায় আমার বড় দাদা মারা যাওয়ার পর আমি মানসিক ভাবে ভেঙে পড়ি। তখনই আমার জীবনে জন আসে। একে অপরের প্রেমে পড়ি আমরা, আমাদের বিয়ে হয়, দু’টি বাচ্চাও আছে।’’

এই ভিডিয়ো ছড়িয়ে পড়া মাত্রই তাঁর অনুরাগীরা বিশাল রেগে যান। এক জন লেখেন, ‘‘ভাইরাল হওয়ার জন্য এত নিম্নমানের কাজ করা মোটেই উচিত হয়নি ক্রিস্টির! ধিক্কার জানাচ্ছি।’’ রাতারাতি কমে যেতে থাকে ক্রিস্টির অনুরাগীদের সংখ্যা। সংবাদমাধ্যম ক্রিস্টি বলেন, ‘‘এখন লোকে মনগড়া মশলাদার গল্প শুনতেই বেশি ভালবাসে। সাধারণ গল্পে তাঁদের কোনও আগ্রহ নেই। তাই এখন আমার অনুরাগী কমছে।’’

অন্য বিষয়গুলি:

Bizarre Marriage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy