Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Relationship

সম্পর্ক নিয়ে যে ১০ প্রশ্ন সবচেয়ে বেশি গুগল করা হয়

বর্তমান লাইফস্টাইলের অন্যতম বড় সমস্যা সম্পর্ক নিয়ে সমস্যা। এই প্রজন্মের প্রায় সকলেই কোনও কোনও ‘রিলেশনশিপ প্রবলেম’-এর উত্তর খুঁজছেন। যে প্রশ্নের উত্তর পরিবার বা বন্ধু-বান্ধবকে করা যায় না সেই প্রশ্নের উত্তর খুঁজতে গুগলের দ্বারস্থ হচ্ছি আমরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৮ ১১:৩৭
Share: Save:
০১ ১০
বর্তমান লাইফস্টাইলের অন্যতম বড় সমস্যা সম্পর্ক নিয়ে সমস্যা। এই প্রজন্মের প্রায় সকলেই কোনও কোনও ‘রিলেশনশিপ প্রবলেম’-এর উত্তর খুঁজছেন। যে প্রশ্নের উত্তর পরিবার বা বন্ধু-বান্ধবকে করা যায় না সেই প্রশ্নের উত্তর খুঁজতে গুগলের দ্বারস্থ হচ্ছি আমরা। গুগলের রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে যে ১০ প্রশ্ন সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে।  

বর্তমান লাইফস্টাইলের অন্যতম বড় সমস্যা সম্পর্ক নিয়ে সমস্যা। এই প্রজন্মের প্রায় সকলেই কোনও কোনও ‘রিলেশনশিপ প্রবলেম’-এর উত্তর খুঁজছেন। যে প্রশ্নের উত্তর পরিবার বা বন্ধু-বান্ধবকে করা যায় না সেই প্রশ্নের উত্তর খুঁজতে গুগলের দ্বারস্থ হচ্ছি আমরা। গুগলের রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে যে ১০ প্রশ্ন সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে।  

০২ ১০
হাউ টু মেক লং ডিসট্যান্স রিলেশনশিপ ওয়ার্ক: কেরিয়ারের কারণে এখন প্রায়ই আলাদা আলাদা শহরে থাকতে হয়। এমনিতেই যখন সম্পর্ক টেকানো কঠিন তখন ডিসট্যান্স রিলেশনশিপে তা আরও চ্যালেঞ্জিং। গুগল অনুযায়ী এই প্রশ্ন সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে।

হাউ টু মেক লং ডিসট্যান্স রিলেশনশিপ ওয়ার্ক: কেরিয়ারের কারণে এখন প্রায়ই আলাদা আলাদা শহরে থাকতে হয়। এমনিতেই যখন সম্পর্ক টেকানো কঠিন তখন ডিসট্যান্স রিলেশনশিপে তা আরও চ্যালেঞ্জিং। গুগল অনুযায়ী এই প্রশ্ন সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে।

০৩ ১০
হাউ টু চেঞ্জ রিলেশনশিপ স্টেটাস অন ফেসবুক: ভাবতে অবাক লাগলেও ২০১৭ সালে মোস্ট সার্চড রিলেশনশিপ কোয়েশ্চেনের তালিকায় দু নম্বরে ছিল এই প্রশ্ন।

হাউ টু চেঞ্জ রিলেশনশিপ স্টেটাস অন ফেসবুক: ভাবতে অবাক লাগলেও ২০১৭ সালে মোস্ট সার্চড রিলেশনশিপ কোয়েশ্চেনের তালিকায় দু নম্বরে ছিল এই প্রশ্ন।

০৪ ১০
হোয়াট ইজ আ পলি রিলেশনশিপ: গুগলের তথ্য অনুযায়ী ২০১৭ সালে পলিগ্যামি সংক্রান্ত প্রশ্নের সার্চ ১৩০ শাতাংশ বেড়েছে।

হোয়াট ইজ আ পলি রিলেশনশিপ: গুগলের তথ্য অনুযায়ী ২০১৭ সালে পলিগ্যামি সংক্রান্ত প্রশ্নের সার্চ ১৩০ শাতাংশ বেড়েছে।

০৫ ১০
হাউ টু সেভ ইয়োর রিলেশনশিপ: সকলেই চান সম্পর্ক টিকিয়ে রাখতে। ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে। কী ভাবে সম্পর্ক বাঁচানো যায় তার জন্য মরিয়া হয়ে এই প্রশ্ন গুগল করে থাকেন।

হাউ টু সেভ ইয়োর রিলেশনশিপ: সকলেই চান সম্পর্ক টিকিয়ে রাখতে। ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে। কী ভাবে সম্পর্ক বাঁচানো যায় তার জন্য মরিয়া হয়ে এই প্রশ্ন গুগল করে থাকেন।

০৬ ১০
হোয়াট ইজ অ্যান ওপেন রিলেশনশিপ: সম্পর্কের দোটানা থেকে বেরিয়ে এখন অনেকেই ওপেন রিলেশনশিপে যেতে চাইছেন। কিন্তু ওপেন রিলেশনশিপ সম্পর্কে সম্যক ধারণা না থাকায় অনেকেই এই প্রশ্ন গুগল করে থাকেন।

হোয়াট ইজ অ্যান ওপেন রিলেশনশিপ: সম্পর্কের দোটানা থেকে বেরিয়ে এখন অনেকেই ওপেন রিলেশনশিপে যেতে চাইছেন। কিন্তু ওপেন রিলেশনশিপ সম্পর্কে সম্যক ধারণা না থাকায় অনেকেই এই প্রশ্ন গুগল করে থাকেন।

০৭ ১০
হাউ টু গেট ওভার আ রিলেশনশিপ: প্রেমে পড়া যতটা সহজ, প্রেম ভেঙে যাওয়ার পর যন্ত্রণা কাটিয়ে ওঠা ঠিক ততটাই কষ্টদায়ক। গুগলের সর্বাধিক প্রশ্নের তালিকায় এই প্রশ্ন দেখলেই তা মালুম হয়।

হাউ টু গেট ওভার আ রিলেশনশিপ: প্রেমে পড়া যতটা সহজ, প্রেম ভেঙে যাওয়ার পর যন্ত্রণা কাটিয়ে ওঠা ঠিক ততটাই কষ্টদায়ক। গুগলের সর্বাধিক প্রশ্নের তালিকায় এই প্রশ্ন দেখলেই তা মালুম হয়।

০৮ ১০
হাউ টু গেট আউট অব আ টক্সিক রিলেশনশিপ: অনেক সময়ই সম্পর্ক আমাদের জন্য ক্ষতিকারক বুঝতে পেরেও আমরা সেই সম্পর্ক থেকে বেরোতে পারি না আবেগের কারণে। তাই এই প্রশ্নও গুগলে করা প্রশ্নগুলোর অন্যতম।

হাউ টু গেট আউট অব আ টক্সিক রিলেশনশিপ: অনেক সময়ই সম্পর্ক আমাদের জন্য ক্ষতিকারক বুঝতে পেরেও আমরা সেই সম্পর্ক থেকে বেরোতে পারি না আবেগের কারণে। তাই এই প্রশ্নও গুগলে করা প্রশ্নগুলোর অন্যতম।

০৯ ১০
হাউ টু নো হোয়েন ইওর রিলেশনশিপ ইজ ওভার: সম্পর্ক ভেঙে গেলেও আমরা অনেক সময় মন থেকে মেনে নিতে পারি না। এই প্রশ্ন তাই প্রায়ই করে থাকেন ইউজাররা।

হাউ টু নো হোয়েন ইওর রিলেশনশিপ ইজ ওভার: সম্পর্ক ভেঙে গেলেও আমরা অনেক সময় মন থেকে মেনে নিতে পারি না। এই প্রশ্ন তাই প্রায়ই করে থাকেন ইউজাররা।

১০ ১০
হোয়াট ডাজ আ হেলদি রিলেশনশিপ লুক লাইক: অনেক সময়ই আমরা দ্বন্দ্বে ভুগি নিজেদের সম্পর্ক সুস্থ সম্পর্ক কিনা সে বিষয়ে।

হোয়াট ডাজ আ হেলদি রিলেশনশিপ লুক লাইক: অনেক সময়ই আমরা দ্বন্দ্বে ভুগি নিজেদের সম্পর্ক সুস্থ সম্পর্ক কিনা সে বিষয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE