ভোটারদের টাকা বিলির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি
ভোটারদের মধ্যে নগদ টাকা বিলি করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ধুবুরি শহরের শঙ্কর দেব শিশু উদ্যানে ধুবুরি জেলা কংগ্রেস কমিটির উদ্যগে একটি সভা হয়। সভার শেষে ভোটারদের মধ্যে টাকা বিলি করা হয় বলে অভিযোগ। এলাকার লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ওয়াজেদ আলি চৌধুরীর হয়ে ধুবুরি জেলা কংগ্রেস কমিটির সভাপতি সুশিল রায় ওই টাকা দেন বলে অভিযোগ। শুক্রবার ঘটনার তীব্র নিন্দা করেছে এআইইউডিএফ এবং বিজেপি। তাঁরা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেন। ধুবুরির জেলাশাসক তথা রিটার্নিং অফিসার কুমুদ কলিতা বলেন, “বৈদ্যুতিন মাধ্যমের কাছে ভিডিও ফুটেজ চাওয়া হয়েছে। ঘটনার তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে।” অভিযোগ উড়িয়ে দিয়েছেন ধুবুরি জেলা কংগ্রেস কমিটির সভাপতি সুশিলবাবু। তাঁর দাবি, “সভায় আমাদের দলীয় কর্মীরা গাড়ি ভাড়া করে এসেছিলেন। তাঁদের গাড়ি ভাড়ার টাকা মিটিয়ে দেওয়া হয়। তদন্ত হলে তা প্রমাণ হয়ে যাবে।”
মেঘালয়ে ভোটের প্রচারে দূত নিয়োগ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
লোকসভা নির্বাচনের প্রচারে বিশেষ ‘দূত’ (ব্র্যান্ড অ্যাম্বাসেডর) নিয়োগ করল মেঘালয় সরকার। প্রশাসনের বক্তব্য, ভোটারদের বুথ-মুখী করতেই এমন পদক্ষেপ করা হয়েছে। ‘ভোটের দূত’ হয়েছেন সঙ্গীত শিল্পী হেডিংসন রিনটাটথিয়াং। গত লোকসভা ভোটে মাত্র ৬৪ শতাংশ ভোট পড়েছিল মেঘালয়ে। সে দিকে তাকিয়েই এ বার যৌথ ভাবে ওই পথে এগিয়েছে প্রশাসন, নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব পিবিও ওয়ারজিরি এবং মুখ্য নির্বাচনী অফিসার পি নাইক একটি অনুষ্ঠানে হেডিংসনের নাম ঘোষণা করেন। নাইক জানান, ভোট দেওয়ার গুরুত্ব নিয়ে বিভিন্ন জায়গায় গান গাইবেন হেডিংসন। তাঁর সে সব গানের ভিডিও অ্যালবাম তৈরি করবে রাজ্য নির্বাচন কমিশন। সে গুলি গ্রামে-শহরে ছড়িয়ে দেওয়া হবে।
ঝড়ে মৃত চার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
মেঘালয়ে ঘূর্ণিঝড়ে মৃত্যু হল চার জনের। আহত প্রায় পঁচিশ জন। গত কাল ঘটনাটি ঘটে পশ্চিম খাসি হিলের কয়েকটি গ্রামে। পুলিশ সূত্রে খবর, প্রচণ্ড ঝড়ের পাশাপাশি বজ্রপাতও হয়। প্রত্যন্ত গ্রামগুলির বেশিরভাগ ঘরের চাল উড়ে যায়। উপড়ে যায় শতাধিক গাছ। চার জনের মৃত্যু হয়। গত কাল মিজোরামেও কয়েকটি জেলায় প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়। সেখানে প্রায় শ’দেড়েক বাড়ি ভেঙেছে।
পাসপোর্ট চাইল মার্কিন কোর্ট
গত বছর সেপ্টেম্বরের ২-৯ তারিখ পর্যন্ত আমেরিকায় ছিলেন না তিনি এটি প্রমাণ করতে কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধীকে তাঁর পাসপোর্টের কপি জমা দিতে বলল এক মার্কিন আদালত। ১৯৮৪ সালে শিখ-বিরোধী দাঙ্গায় মানবাধিকার লঙ্ঘনের একটি মামলা হয়েছিল সনিয়ার বিরুদ্ধে। মামলা খারিজের জন্য মার্কিন কোর্টে আবেদন জানান সনিয়া। তাঁর বক্তব্য ছিল, গত বছর সেপ্টেম্বরের ওই সময়ে তিনি আমেরিকায় ছিলেনই না। তা-ই মামলার সমন পাননি তিনি। কিন্তু শিখ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর দাবি, সনিয়াকে যে সময়ে সমন পাঠানো হয়েছিল, তখন তিনি নিউ ইয়র্কে চিকিৎসার জন্য এসেছিলেন।
ফের গণধর্ষণের অভিযোগ দিল্লিতে
ফের গণধর্ষণের অভিযোগ রাজধানীতে। বছর কুড়ির এক বিদেশিনির অভিযোগ, শুক্রবার দুপুরে দক্ষিণ দিল্লির মালব্য নগরে বাড়িতে কাপড় বিক্রি করতে আসা দুই যুবক তাঁর উপর চড়াও হয়ে ধর্ষণ করে। তবে তরুণীর বয়ানে অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, তরুণীর আবাসনের প্রবেশ পথের সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। তাতে কোনও কাপড়-বিক্রেতাকে ঢুকতে দেখা যায়নি।
জেলে ফিরছেন সঞ্জয়
প্যারোলের মেয়াদ শেষ হল সঞ্জয় দত্তের। শনিবার পুণের ইয়েড়ওয়াড়া জেলের কুঠুরিতে ফিরে যেতে হবে তাঁকে। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের অস্ত্র লুকিয়ে রাখার দায়ে মধ্য পঞ্চাশের এই অভিনেতার ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। স্ত্রী’র অসুস্থতার কারণ দেখিয়ে গত বছর ৬ ডিসেম্বর জেল থেকে ছাড়া পান সঞ্জয়।
আন্দামানে কম্পন
শুক্রবার সন্ধ্যায় ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫। কম্পনের উৎসস্থল ছিল ইন্দিরা পয়েন্টের ৭০ কিলোমিটার পূর্বে। তবে সুনামির আশঙ্কা নেই বলে সরকার জানিয়েছে। কোনও ক্ষয়ক্ষতিরও খবর নেই।
পিডিপি-র ইঙ্গিত
এনডিএ তথা বিজেপিকে সমর্থন করতে পারে জম্মু-কাশ্মীরের প্রধান বিরোধী দল পিডিপি। প্রকাশ্যে অবশ্য সে কথা এখনই বলতে রাজি নয় তারা। দলীয় মুখপাত্রের মতে, কে কেন্দ্রে সরকার গঠন করল তা বড় কথা নয়। শ্রীনগরে কে ক্ষমতা দখল করেছে সেটাই বড় কথা। এক সময়ে এনডিএ সরকারের শরিক ছিল ন্যাশনাল কনফারেন্স। কিন্তু তখন জম্মু-কাশ্মীরে কোনও কাজই হয়নি। পিডিপি ক্ষমতায় এসে রাজ্যে পরিবর্তন ঘটানোর পরে অটলবিহারী বাজপেয়ীর সরকার পদক্ষেপ করেছিল। পাক-অধিকৃত কাশ্মীরের পথ খুলে গিয়েছিল। শুরু হয়েছিল শ্রীনগর-দিল্লি ও শ্রীনগর-ইসলামাবাদ আলোচনা। বন্দিরা মুক্তি পেয়েছিলেন। তবে বাজপেয়ীর প্রশংসায় পঞ্চমুখ পিডিপি।
রামদেবের আস্থা
বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর উপর আস্থা আছে বলে জানালেন রামদেব। শুক্রবার তিনি বলেন, “নরেন্দ্র মোদীই দেশকে স্থায়ী এবং সৎ সরকার দিতে পারেম।” তাঁর অভিযোগ, ‘নানা অশুভ শক্তি’ মোদীর পথে বাধা সৃষ্টি করছে। কংগ্রেস ও আম আদমি পার্টিরও প্রবল সমালোচনা করেছেন রামদেব। ২৩ মার্চ দিল্লির রামলীলা ময়দান-সহ দেশের বিভিন্ন জেলায় ‘যোগ মহোৎসব’ হবে। রামলীলা ময়দানের উৎসবে মোদী যোগ দেবেন বলে জানান রামদেব।
স্পিকারের সম্পত্তি
পাঁচ বছরে নতুন গয়না কেনেননি একটাও, কিন্তু তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে সাড়ে তিন গুণ। ভোটের মনোনয়ন পত্র দাখিলের সময় পেশ করা হলফনামায় এমনই জানিয়েছেন লোকসভার স্পিকার মীরা কুমার। হলফনামায় জানানো হয়েছে, স্থাবর-অস্থাবর মিলিয়ে মীরার সম্পত্তির পরিমাণ এখন সাড়ে ৩৬ কোটি টাকা। ২০০৯ সালে তা ছিল ১০ কোটি টাকা। বিহারের সাসারামে কংগ্রেস প্রার্থী মীরাদেবী জানিয়েছেন, তাঁর কাছে এক জোড়া সোনার চুড়ি, এক জোড়া হীরের দুল, একটি সোনার এবং ওয়াইট মেটালের আংটি, ছোট হীরে বসানো একটি মুক্তোর হার এবং একটি নবরত্ন আংটি রয়েছে। সব মিলিয়ে গয়নাগুলির বাজার দর বর্তমানে ৩ লক্ষ ১১ হাজার টাকা। পাঁচ বছর আগে এই ক’টিই গয়না ছিল মীরাদেবীর। সোনার দাম বাড়ায়, সেগুলির বাজার দরই শুধু বেড়েছে। এ ছাড়া, পটনা এবং নয়াদিল্লিতে তাঁর বাড়ি, ফ্ল্যাট এবং জমি রয়েছে। সেগুলির বাজার দর ৩৪ কোটি ৯২ লক্ষ টাকা। তাঁর হাতে নগদ ২৫ লক্ষ টাকা রয়েছে। ব্যাঙ্কে রয়েছে ১ কোটি ৪৬ লক্ষ টাকা। হলফনামায় লোকসভার স্পিকার আরও জানিয়েছেন, তাঁর বার্ষিক আয় ৫৬ লক্ষ ৪০ হাজার টাকা।
গানের টানে
দিল্লির ক্ষমতা দখলের পরই আপে নাম লিখিয়েছিলেন গায়ক রেমো ফার্নান্ডেজ। শুক্রবার পানজিমে এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানেলন, কিন্তু ভোটের ময়দানে নামতে তিনি আসেননি। আপাতত খালি রাজনীতি থেকে নিজের দূরত্ব বাড়াচ্ছেন। দিনের পুরো সময়টাই দিতে চান গানকে। রাজনীতি করতে গেলে গানের সময় কমে যাচ্ছে। তাই আপাতত তাঁর প্রথম পছন্দের কাছেই ফিরতে চান রেমো। তবে আপ বা অরবিন্দ কেজরীবালের উপর থেকে তাঁর বিশ্বাস যে টলছে না, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন রেমো।
সপার বুটা
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা দীর্ঘদিনের কংগ্রেস নেতা বুটা সিংহ এ বারে ভোটে লড়ছেন সমাজবাদী পার্টির টিকিটে। রাজস্থানের জালোর কেন্দ্র থেকে তাঁকে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছেন সমাজবাদী পার্টি নেতৃত্ব। প্রাক্তন কংগ্রেস নেতার মনোনয়নের কথা আজ ঘোষণা করেন সপা নেতা রামগোপাল যাদব। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পাশাপাশি ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত বিহারের রাজ্যপালও ছিলেন বুটা সিংহ।
আটকেই বিশ্বজিৎ
দু’দিন ধরেই কথা চলছে তৃণমূলের নয়াদিল্লির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন বিশ্বজিৎ। বৃহস্পতিবার কাগজপত্র এসে পৌঁছয়নি। শনিবার শেষ দিন। কিন্তু শুক্রবারও ফর্ম ভরা হল না! কলকাতা থেকে মুকুল রায় নির্দেশ দিয়েছেন, ফর্ম যেন নিখুঁতভাবে ভরা হয়। শেষ মুহূর্তে কোনও ত্রুটির কারণে যেন ফর্ম বাতিল না হয়, সে দিকে বিশেষ নজর দিতে বলেছেন মুকুল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy