Advertisement
২৮ ডিসেম্বর ২০২৪
Yogi Adityanath

সঙ্ঘ নেতাদের কাছে প্রতিদ্বন্দ্বীরা, যোগী কথা বলবেন মোদীর সঙ্গে

যোগী আমলে আরএসএস এবং বিজেপি কর্মীদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই বিষয়টি নিয়ে বিশদে আলোচনা হয়। সন্ধ্যায় দিল্লি আসেন যোগীও।

(বাঁ দিকে) যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)।

(বাঁ দিকে) যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। ছবিঃ পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০৮:৩৫
Share: Save:

লোকসভা ভোটের পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে যোগী আদিত্যনাথের বিদায় হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। লোকসভার ফল প্রকাশের পর থেকে উত্তরপ্রদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ যে দিকে এগোচ্ছে, তাতে কেজরীওয়ালের কথা মিলে যাওয়া সময়ের অপেক্ষা বলে মনে করছেন বিজেপির নেতাদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ দিল্লি এসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের সঙ্গে বৈঠক করেন যোগী। বিরোধী শিবিরের নেতা— রাজ্যের দুই উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ও ব্রিজেশ পাঠকও দিল্লি এসে আরএসএসের নেতাদের সঙ্গে বৈঠক করে রাজ্যের পরিস্থিতি তুলে ধরেন।

লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির খারাপ ফলের পর থেকেই দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বনাম উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের মধ্যে বিরোধ প্রকট হয়ে পড়ে। কেশব শিবিরের অভিযোগ, যোগীর শাসনে আমলাতন্ত্রের রমরমায় দলের সাধারণ কর্মীরা প্রবল উপেক্ষিত হচ্ছেন। যা আগামী দিনে উত্তরপ্রদেশে দলের জনভিত্তি কার্যত শেষ করে দেবে বলে আশঙ্কা করছেন কেশব শিবির। সূত্রের মতে, তাই দলের স্বার্থে, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যোগীকে এখনই হটানোর জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তদ্বির করেছেন কেশবপ্রসাদ। ঘটনাচক্রে, কেন্দ্রীয় নেতৃত্বের একাংশও যোগীকে সরানোর পক্ষে।

বিজেপির দুই শিবিরের দ্বন্দ্বকে উস্কে দিয়ে বিরোধী এসপি-র নেতা অখিলেশ যাদবের মন্তব্য, ‘‘কেশবপ্রসাদ কেন্দ্রীয় নেতৃত্বের বোড়ে। দিল্লির ওয়াইফাই (নেটওয়ার্ক)-এর পাসওয়ার্ড।’’ রাজনীতির অনেকের মতে, কেশবপ্রসাদকে সামনে রেখে ‘অপারেশন যোগী’ শুরু হয়েছে বিজেপির সদর দফতরে। সম্ভবত সেই বিষয়টি বোঝাতে চেয়েছেন অখিলেশ।

এ দিকে ফি দিন বিভিন্ন এলাকার বিধায়কদের সঙ্গে বৈঠক করে চলেছেন যোগী। আজ লখনউ ডিভিশনের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। নিজের শিবির গুছিয়ে নিতেই যোগী ধারাবাহিক ভাবে বৈঠক করছেন বলে মনে করা হচ্ছে। গত ক’দিনের মতো আজকের ওই প্রশাসনিক বৈঠকে অনুপস্থিত ছিলেন দুই উপমুখ্যমন্ত্রী। তাঁরা তখন দিল্লি এসে আরএসএস নেতাদের সঙ্গে বৈঠক করে রাজ্যের পরিস্থিতি তুলে ধরেন।

সূত্রের মতে, যোগী আমলে আরএসএস এবং বিজেপি কর্মীদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই বিষয়টি নিয়ে বিশদে আলোচনা হয়। সন্ধ্যায় দিল্লি আসেন যোগীও। উত্তরপ্রদেশ ভবনে বৈঠক করেন দলীয় নেতা বি এল সন্তোষের সঙ্গে। নীতি আয়োগের বৈঠক উপলক্ষে আগামী দু’দিন দিল্লিতে থাকার কথা রয়েছে যোগীর। প্রধানমন্ত্রীর সঙ্গেও আলাদা বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। সূত্রের মতে, লখনউয়ের তখ্‌ত যোগীর ভাগ্যে কত দিন আছে, তা ওই বৈঠকেই অনেকাংশে নিশ্চিত হতে পারে।

অন্য বিষয়গুলি:

Yogi Adityanath BJP PM Narendra Modi Uttar Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy