কোনও বছরই আগের বছরের মতো হয় না। কিন্তু ২০২০ সালটা শুধু আলাদা নয়, ভয়ঙ্কর রকমের আলাদা হয়ে রইল। এমন বছর সত্যিই আসেনি। চিন থেকে ছড়িয়ে পড়া ভাইরাস সারা পৃথিবীর মতো ছারখার করে দিয়ে গেল এ দেশকেও। জীবন জীবিকা শিক্ষা স্বাস্থ্য খেলা বিনোদন— সব কিছুতেই লন্ডভন্ড অবস্থা। করোনার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বা গুরুতর ঘটনাও ঘটে গিয়েছে গোটা বছরে। এই চিত্র-প্রতিবেদনে আনন্দবাজার ডিজিটাল বেছে নিল বছরের প্রত্যেকটা মাসের একটা করে সেরা ছবি। সেই মাসের ছবি। সেই মাসের-কথা বলা ছবি।
সংসদে বিল জমা পড়ার সময় থেকেই বিতর্ক মাথাচাড়া দিতে শুরু করে। কিন্তু সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতায় কনকনে ঠান্ডায় দলে দলে সংখ্যালঘু মহিলা ঘর থেকে বেরিয়ে একটানা সাড়ে ৩ মাস দিল্লির রাস্তায় পড়ে থাকবেন, কেউ কল্পনা করেননি। বছরের শুরুতে সারা দেশের আলোচনা এবং তর্কবিতর্কের কেন্দ্র ছিল শাহিনবাগ। কিশোরী থেকে তরুণী, মধ্যবয়স্কা থেকে অশীতিপর বৃদ্ধা, এমনকি দুধের শিশুকে আঁকড়ে রাখা মায়েরা, রাতের পর রাত খোলা আকাশের নীচে অবস্থান চালিয়ে যান। সিএএ, এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি), এনপিআর (জাতীয় জনসংখ্যা পঞ্জি) বিরোধী শাহিনবাগ আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে তাকে দেশের অন্যান্য প্রান্তেও। ২০১৯-এর ১৪ নভেম্বর থেকে ২০২০-র ২৪ মার্চ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলে। করোনা আবহে উঠে যেতে বাধ্য হন আন্দোলনকারীরা।