কলেজে বিদায়ী অনুষ্ঠান চলছিল। মঞ্চে দাঁড়িয়ে নিজের অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন ২০ বছরের ছাত্রী বর্ষা খারাট। আচমকাই পড়ে যান। তার পরে আর সাড়া মেলেনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মহারাষ্ট্রের ধারাশিব জেলার আরজি শিন্দে কলেজের ঘটনা।
বিদায়ী অনুষ্ঠানটির ভিডিয়ো করছিলেন বহু পড়ুয়া। তাঁদের ক্যামেরাতেই ধরা পড়েছে গোটা ঘটনা (আনন্দবাজার ডট কম সেই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি)। ভিডিয়োতে দেখা গিয়েছে, মঞ্চের উপর হাসিমুখে বক্তৃতা করছেন বর্ষা। মাঝেমধ্যেই সকলে হাততালি দিচ্ছেন। হঠাৎই তিনি অচেতন হয়ে পড়ে যান। সকলে ডাকাডাকির পরেও আর সাড়া দেননি।
বর্ষাকে সঙ্গে সঙ্গে পরান্ডার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, আট বছর বয়সে হৃদ্যন্ত্রের অস্ত্রোপচার হয়েছিল বর্ষার। তার পর থেকে তাঁর কখনও কোনও সমস্যা হয়নি। কোনও ওষুধও খেতে হয়নি। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বর্ষার। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কলেজ কর্তৃপক্ষ। একটা দিন কলেজ বন্ধও রাখা হয়েছে।