রায়পুরের একটি চিকিৎসা কেন্দ্রে অসুস্থ আত্মীয়াকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন ওই চার মহিলা। ছবি : টুইটার থেকে।
রোগীর মৃত্যুর পর শববাহী যান দিতে পারেনি স্বাস্থ্যকেন্দ্র। তাই শবদেহ কাঁধে চাপিয়েই বাড়ির পথ ধরলেন চার মহিলা। দৃশ্যটির একটি ভিডিয়ো অনলাইনে ছড়িয়ে পড়ার পর প্রশাসনের গাফিলতি নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। যদিও প্রশাসন জানিয়েছে, ‘‘এ নিয়ে এত আলোচনার কিছু নেই। বিষয়টি খুব একটা বড় ব্যাপারও নয়।’’
মধ্যপ্রদেশের রেওয়ার ঘটনা। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে ওই চার জন মহিলাকে দেখা যাচ্ছে মাথায় এবং কাঁধে করে মৃতদেহ-সহ খাটিয়াটিকে বয়ে নিয়ে যেতে। প্রশ্ন করায় তাঁরা জানিয়েছেন, প্রশাসন তাঁদের শববাহী যান দিয়ে সাহায্য করেনি, যে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য তাঁরা তাঁদের আত্মীয়াকে নিয়ে এসেছিলেন, তারাও কোনও রকম ব্যবস্থা করেনি। তাই তাঁরা যে ভাবে এসেছিলেন সে ভাবেই ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
In #MadhyaPradesh, four women were seen carrying the dead body of their relative on a cot after they could not get a hearse. The woman died at Raipur Karchuliyan Community Health Center in Rewa district. pic.twitter.com/0lH9THUNNM
— Reema (@_R_E_EM_A) March 30, 2022
রায়পুরের একটি চিকিৎসা কেন্দ্রে অসুস্থ আত্মীয়াকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন ওই চার মহিলা। কিন্তু পথেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা শুরু হওয়ার কিছু ক্ষণ পরে মারাও যান ওই মহিলা। কিন্তু তার পরও স্বাস্থ্যকেন্দ্রের তরফে শববাহী যান দেওয়া হয়নি বলে দাবি করেছেন ওই মহিলারা।
যদিও ওই স্বাস্থ্যকেন্দ্রের মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক বি এল মিশ্রর দাবি, হাসপাতালের চিকিৎসকেরা শববাহী যান বা অটোর ব্যবস্থা করছিলেন। কিন্তু ওই মৃতার আত্মীয়েরা অপেক্ষা না করেই দেহ নিয়ে চলে যান। তবে মিশ্র একই সঙ্গে এ কথাও বলেছেন যে, ‘‘এই ঘটনা নিয়ে এত আলোচনার কিছু নেই। এই এলাকায় শববাহী যান পাওয়া দুরূহ।’’
Just listen to the CMHO "it's not such a big issue" really! pic.twitter.com/GZkm3nnmZ8
— Anurag Dwary (@Anurag_Dwary) March 30, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy