লেপার্ডকে রাখি পরাচ্ছেন মহিলা। টুইটার থেকে নেওয়া।
আহত চিতাবাঘের হাতে রাখি বাঁধলেন এক মহিলা। সেই ছবি এখন তোলপাড় ফেলে দিয়েছে দেশ পেরিয়ে বিদেশেও। রাজস্থানের কোনও একটি গ্রামের এই ছবি নেটমাধ্যমে দিয়েছেন এক বনকর্তা।
For ages, man & animal in India have lived in harmony with unconditional love to the wild.
— Susanta Nanda IFS (@susantananda3) August 12, 2022
In Rajasthan, a lady shows this unfettered love to our wild by tying a Rakhi(symbol of love & brotherhood ) to an ailing Leopard before handing over to Forest Department.
(As received) pic.twitter.com/1jk6xi1q10
রাজস্থানের গ্রামে ঢুকে পড়েছিল আহত চিতাবাঘটি। তাঁকে বিরক্ত করার পরিবর্তে লেপার্ডটিকে বন দফতরের হাতে তুলে দেন গ্রামবাসীরা। তবে বন দফতরের হাতে তুলে দেওয়ার আগে আহত চিতাবাঘটির হাতে রাখি বেঁধে দেন এক মহিলা। বনকর্তা সুশান্ত নন্দা টুইটে লিখেছেন, ‘যুগ যুগ ধরে ভারতে মানুষ ও বন্যজন্তুরা নিঃশর্ত ভালবাসার বন্ধনে আবদ্ধ। সেই ছবিই দেখা গেল রাজস্থানের একটি গ্রামে। যেখানে এক মহিলা সেই চিরন্তন ভালবাসার নজির রেখেই আহত চিতাবাঘকে রাখি পরালেন এবং তার পর তাকে বন দফতরের হাতে তুলে দিলেন।’
ইন্টারনেটে সাড়া ফেলে দিয়েছে এই ছবিটি। কী ভাবে ভারতে মানুষ ও বনের পশুরা নির্বিঘ্নে বসবাস করে, এই ছবি তার প্রকৃষ্ট উদাহরণ বলে মনে করা হচ্ছে। ইদানীং বহু জায়গা থেকেই খবর পাওয়া যায়, জঙ্গল থেকে কোনও জন্তু গ্রামে ঢুকে পড়লে তাকে মেরে ফেলার কথা। কিন্তু রাজস্থানের এই ছবি সেই ধারণার মূলে আঘাত করবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy