Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Delhi Metro

Delhi Metro: হাজার না দেড়শো! টি-শার্টের দাম নিয়ে মেট্রোর মধ্যেই হাতাহাতিতে জড়ালেন যুবক-যুবতী!

যুবতীকে বলতে শোনা যায়, “তোর মতো ছেলে যেন কারও কপালে না জোটে। মেট্রোর মধ্যে তামাশা করছিস? মাকে গিয়ে সব বলব।”

মেট্রোর মধ্যে হাতাহাতিতে জড়ালেন যুবক-যুবতী। ছবি সৌজন্য টুইটার।

মেট্রোর মধ্যে হাতাহাতিতে জড়ালেন যুবক-যুবতী। ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ১৫:৪৯
Share: Save:

১০০০ টাকার টি-শার্ট না কি ১৫০ টাকার! মেট্রোয় দু’জনের তর্কটা শুরু হয়েছিল দাম নিয়েই। হঠাৎই মেজাজ হারিয়ে ফেলেন যুবতী। তার পরই কয়েক ঘা দিয়ে দিলেন পাশে দাঁড়িয়ে থাকা যুবককে পর পর কয়েকটি চড়ও মারলেন।

শুধুমাত্র টি-শার্টের দাম নিয়ে যুবককে চড় মারায় মেট্রোর অন্য যাত্রীরা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। ঘটনাটি দিল্লি মেট্রোর।

জানা গিয়েছে, একটি টি-শার্ট কিনছিলেন যুবতী। টি-শার্টটির দাম কত তা নিয়েই কথাবার্তা শুরু হয় তাঁর প্রেমিকের সঙ্গে। যুবতী দাবি করেন, টি-শার্টটির দাম এক হাজার টাকা। কিন্তু যুবক পাল্টা জানান, এটা হতেই পারে না! এই টি-শার্টের দাম ১৫০ টাকা।

হাজার না দেড়শো, এই নিয়ে দর কষাকষির মধ্যেই হঠাৎই ওই যুবকের গালে চড় মারতে দেখা যায় যুবতীকে। ওই যুবকও পাল্টা চড় মারেন যুবতীকে। তার পরেও দু’জনের মধ্যে তর্ক থামেনি। যুবতীকে বলতে শোনা যায়, “তোর মতো ছেলে যেন কারও কপালে না জোটে। মেট্রোর মধ্যে তামাশা করছিস? মাকে গিয়ে সব বলব।” এ কথা বলতে বলতেই যুবতী মেট্রো থেকে নেমে যান। তাঁর পিছু পিছু যুবকও নেমে পড়েন।

তবে যুবক-যুবতী প্রেমিকযুগল না কি ভাই-বোন তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এটা কোনও প্র্যাঙ্ক ছিল না কি সত্যি ঘটনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

অন্য বিষয়গুলি:

Delhi Metro slap T-Shirt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE