থানায় লক আপের সামনে নাচছেন মহিলা পুলিশ কর্মী। ছবি টিকটক ভিডিয়োর দৃশ্য।
থানার মধ্যে টিকটক ভিডিয়োয় নাচছিলেন এক মহিলা পুলিশ কর্মী। তাঁর নাচের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পর ভাইরাল হয় সেটি। এর পরই গোটা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। তার পরই গতকাল, বুধবার সাসপেন্ড করা হয় ওই পুলিশকর্মীকে। ঘটনাটি ঘটেছে গুজরাতের মেহসানা জেলার লাংনাজ পুলিশ স্টেশনে।
ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, থানার ভিতরে লক আপের সামনে দাঁড়িয়ে নাচছেন অর্পিতা চৌধরি নামের ওই মহিলা পুলিশ কর্মী। ওই ভিডিয়োটি গত ২০ জুলাই অর্পিতা শুট করেছিলেন বলে জানিয়েছেন এক পুলিশ অফিসার।
এই ঘটনা নিয়ে পুলিশের এক উচ্চ পদস্থ অফিসার বলেছেন, ‘‘অর্পিতা চৌধরি নিয়ম ভঙ্গ করেছেন। প্রথমত, অন ডিউটি থাকা সত্ত্বেও ইউনিফর্ম পরে ছিলেন না তিনি। থানার মধ্যেই নাচের ভিডিয়ো রেকর্ড করেছেন। পুলিশ কর্মীদের কিছু নিয়ম মেনে চলতে হয়। তা না মানাতেই অর্পিতাকে সাসপেন্ড করা হয়েছে।’’
Lady police constable in Mahesana district of North Gujarat faces disciplinary action after her TikTok video shot in police station goes viral pic.twitter.com/7NWXpXCh8r
— DeshGujarat (@DeshGujarat) July 24, 2019
আরও পড়ুন: ক্লাসে ছাত্রদের সামনেই শিক্ষিকা ছুরি মারলেন স্বামী!
আরও পড়ুন: লোকসভায় তিন তালাক বিল নিয়ে আলোচনা, হুইপ জারি বিজেপির
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy