Advertisement
০৭ অক্টোবর ২০২৪
Crime

মোবাইল ফোন ছিনতাই রুখতে গিয়ে চলন্ত অটো থেকে পড়ে গুরুতর জখম কলেজ ছাত্রী

ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকার। পুলিশ জানিয়েছে, ফোন নিয়ে যুবকরা চম্পট দিতে দেখে চলন্ত অটো থেকে নামতে যান ওই তরুণী। সেই সময়ই অটো থেকে পড়ে যান তিনি।

representative photo of auto

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
লখনউ শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১০:২৯
Share: Save:

মোবাইল ফোন ছিনতাই ঠেকাতে গিয়ে অটো থেকে পড়ে গুরুতর জখম হলেন এক তরুণী। ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকার। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। চলন্ত অটো থেকে পড়ে গিয়ে মারাত্মক জখম হয়েছেন ওই তরুণী। তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, হাপুরের বাসিন্দা ওই তরুণীর নাম কৃতী সিংহ। তিনি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। গত শুক্রবার কলেজ থেকে বাড়ি ফেরার জন্য অটোয় উঠেছিলেন ওই ছাত্রী। ৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় আচমকাই বাইকে করে দুই যুবক তাঁকে ধাওয়া করেন। অটোর কাছে এসে ওই তরুণীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে ওই দুই যুবক চম্পট দেন।

পুলিশ আরও জানিয়েছে, ফোন নিয়ে যুবকরা চম্পট দিতে দেখে চলন্ত অটো থেকে নামতে যান ওই তরুণী। সেই সময়ই অটো থেকে পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় ওই তরুণীকে গাজিয়াবাদের একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে ছিল। ওই তরুণীর অস্ত্রোপচার করা হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই ঘটনায় তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE