মেরঠকাণ্ডের কায়দায় স্বামীকে খুন করে ড্রামে ভরার হুমকি দিয়েছিলেন স্ত্রী! এর পরেই স্ত্রী ও তাঁর পরিজনদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন ওই যুবক। সম্প্রতি উত্তরপ্রদেশের বারাণসীতে ঘটনাটি ঘটেছে। যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
রবিবার পুলিশ জানিয়েছে, অভিযোগকারী সুমিত কুমার বিহারের গয়ার বাসিন্দা। সুমিত পেশায় রেলের সিনিয়র অ্যাসিন্ট্যান্ট লোকো পাইলট। নিজের স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। অভিযোগ, তাঁর স্ত্রী তাঁকে প্রায়ই হুমকি দিতেন যে মেরঠকাণ্ডে নিহত মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের মতোই পরিণতি হবে তাঁর।
আরও পড়ুন:
সুমিতের আরও দাবি, তাঁর চাকরির জন্যই তাঁকে বিয়ে করেছিলেন তাঁর স্ত্রী। স্বামীকে খুন করলে চাকরি পাবেন, এই আশাতেই তাঁকে খুন করতে চেয়েছিলেন তিনি। পুলিশের কাছে শনিবার দায়ের করা অভিযোগে সুমিত জানিয়েছেন, তাঁর ভাই এবং শ্যালকও তাঁকে মারধর করেছেন। সম্প্রতি স্ত্রী এবং ভাইকে তাঁকে খুনের পরিকল্পনা করতেও শুনে ফেলেন সুমিত। এর পরেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদম্ত শুরু করেছে পুলিশ। দায়ের হয়েছে মামলাও।
গত মাসের শুরুতেই মেরঠে মার্চেন্ট নেভি অফিসারকে খুনের ঘটনাটি প্রকাশ্যে আসে। সৌরভকে খুনের দায়ে তাঁর স্ত্রী মুস্কান রস্তোগী এবং তাঁর প্রেমিক সাহিল শুক্ল এখনও জেলবন্দি। অভিযোগ, স্বামীকে খুনের পর দেহ টুকরো টুকরো করে কেটে ড্রামে ভরে ড্রামের মুখ সিমেন্ট ঢেলে আটকে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন মুস্কান। কুকীর্তিতে সঙ্গ দিয়েছিলেন সাহিলও। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। এ বার সেই মেরঠকাণ্ডের ঢঙেই স্বামীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে।