রবিবার রাতে দিল্লির সড়কে দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মারা যান ২২ বছর বয়সি এক তরুণী। রবিবার রাত ১২টা নাগাদ দিল্লির চাঁদগিরাম আখারা এলাকায় ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে যায় পুলিশ। মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে চাঁদগিরাম আখারা এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। একই রাস্তা দিয়ে দু’টি ট্রাক তীব্র গতিতে ছুটে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন:
ঘটনাস্থলে পৌঁছনোর পর পুলিশ দেখে ট্রাক দু’টির মাঝে আটকে রয়েছে গাড়িটি। গাড়ির চালকের আসনে মৃত অবস্থায় তরুণীকে উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনাটি কী ভাবে ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।