ভাইরাল হওয়া সেই ছবি। ছবি: সংগৃহীত
মাস্কে নাক ঢেকেছে। তবে নাকের অলঙ্কারের ব্যবহার তাতে আটকানো গিয়েছে কি? নিউ নর্মালের কালে গয়নার বাক্স থেকে নথ বা নোলক জাতীয় গয়না লোপ পাবার আশঙ্কা করেছিলেন যাঁরা, তাঁদের এক রকম চমকে দিয়েই সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি। তাতে দেখা যাচ্ছে, মধ্যবয়সি এক মহিলা সব রকম সুরক্ষাবিধি বজায় রেখেই নাকের অলঙ্কার পরেছেন। শুধু নাকের বদলে তা শোভা পাচ্ছে একটি এন ৯৫ মাস্কের উপরে।
ছবির ওই মহিলার কেতা দেখে বিস্মিত নেটাগরিকরা। কেউ সুরক্ষাবিধি বজায় রেখে সাজগোজ করার জন্য তাঁর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। কেউ আবার বক্রোক্তি করেছেন এই সংক্রমণের আবহেও তাঁর সেজেগুজে অনুষ্ঠানে যাওয়া নিয়ে। তবে মোটের উপর ‘আন্টিজি-র সাজ’ নামে নেটমাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়েছে ছবিটি। সঙ্গে এক একটি পোস্টে জুড়েছে এক এক রকম মন্তব্য।
যে ছবিটি নেটমাধ্যমে ছড়িয়েছে, তাতে ওই মহিলাকে দেখা যাচ্ছে গোলাপি শাড়িতে প্রচুর সোনার গয়না পরে একটি অনুষ্ঠান বাড়িতে। মুখে সাদা রঙের এন ৯৫ মাস্কের উপরেই একটি প্রমাণ আকৃতির নথ পড়েছেন তিনি। নাকের বদলে নথটিকে আটকেছেন মাস্কে। আর তাঁর সাজের এই বহর নিয়েই নানা উক্তি করেছেন নেটাগরিকরা।
কেউ লিখেছেন, ‘যত বড় মহামারিই আসুক না কেন, সাজগোজে কমতি রাখা চলে না’। কারও মতে, বিষয়টা ‘চূড়ান্ত পর্যায়ের দেখনদারি’ ছাড়া আর কিছু নয়।
#JewelleryJugaad level "Super Ultra Pro Max..." 😅😅😅 pic.twitter.com/2JV0NpX2v3
— Dipanshu Kabra (@ipskabra) May 7, 2021
Kitne pratibhashali log hai humare yaha😉😂 pic.twitter.com/iZT5RWFXBg
— Ankit Mishra (@MiAnkit007) May 7, 2021
just show off mentality at peak
— Chandrakanta (@Badrinath2319) May 7, 2021
Mask with fashion... 😂😂
— Vishesh Jaiswal (@I_Me_Vishesh) May 7, 2021
Chahe koi bhi mahamari aa jaye fashion me koi kami nhi rhne dengi ye mahilayein.... 🤣🤣
Fashion k aage Corona ki kya aukaat... 😀😃
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy