নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে এক মহিলাকে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল বেঙ্গালুরুতে। ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি বৃহস্পতিবার রাতের। নির্যাতিতা একটি কেটারিং সংস্থায় কাজ করেন। বৃহস্পতিবার দুপুরে তিনি জ্যোতি নিবাস কলেজের সামনে অপেক্ষা করছিলেন। সেই সময় চার যুবক সেখানে আসেন। মহিলার সঙ্গে আলাপ জমান। তার সঙ্গে বন্ধুত্ব করেন। আর তার পর তাঁকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানান।
নির্যাতিতার অভিযোগ, যুবকদের দেওয়া ঠিকানা অনুযায়ী হোটেলে যান তিনি। সেখানে আগে থেকেই হাজির ছিলেন চার জন। খাওয়াদাওয়ার পর তাঁকে কুপ্রস্তাব দেন তাঁরা। কিন্তু তিনি প্রতিবাদ করায় হেটেলের ছাদে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। ভোর ৬টায় তাঁকে ছেড়ে দেন। কাউকে না বলার জন্য শাসানোও হয়। বাড়ি ফিরে মহিলা তাঁর স্বামীকে ঘটনাটি জানান। তার পরই চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী। পুলিশ জানিয়েছে, চার অভিযুক্তই ওই হেটেলের কর্মী।