Advertisement
০২ নভেম্বর ২০২৪
Eartquake

দু’ঘণ্টায় ন’বার কেঁপে উঠল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ

এমনিতে ভূমিকম্প প্রবণ অঞ্চল বলেই পরিচিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।

ফের কেঁপে উঠল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। —প্রতীকী চিত্র।

ফের কেঁপে উঠল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। —প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ১২:৫৪
Share: Save:

দু’ঘণ্টায় ন’বার ভূমিকম্প আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তবে কম্পনের তীব্রতা ছিল মাঝারি। রিখটার স্কেলে ৪.৭ থেকে ৫.২-এর মধ্যেই ছিল এর প্রাবল্য। তাই ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

সোমবার সকালের ঘটনা। ভোর ৫টা ১৪ মিনিটে ৪.৯ তীব্রতায় প্রথমবার কেঁপে ওঠে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তার কয়েক মিনিটের মধ্যে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। সে বার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫।

সবমিলিয়ে মোট ন’বার ভূমিকম্প হয় সেখানে। সকালে ৬টা বেজে ৫৪ মিনিটে শেষ বার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.২। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: জোটে ‘না’ করেছেন কংগ্রেস সভাপতিই, এ বার সরাসরি রাহুলকেই কাঠগড়ায় তুললেন কেজরীবাল​

আরও পড়ুন: রাতভর গুলির লড়াই, পুলওয়ামায় ৪ লস্কর জঙ্গিকে খতম করল সেনা​

এমনিতে ভূমিকম্প প্রবণ অঞ্চল বলেই পরিচিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দিনে দু’-তিনবার ভূমিকম্প নতুন কিছু নয় সেখানে। তবে মাত্র দু’ঘণ্টায় ন’বার ভূমিকম্প এই প্রথম।

এর আগে, গত ২৩ মার্চ ৫.১ তীব্রতায় কেঁপে উঠেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তার আগে ১৩ ফেব্রুয়ারিও ভূমিকম্প হয় সেখানে। সে বার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE