ছবি: ইনস্টাগ্রাম।
কাঁচামাটির উঠোনে গোড়ালি ছাপানো জল। তার মধ্যেই তুমুল বৃষ্টিতে দুই ভাইবোনের প্রাণখোলা নাচ নেটপাড়াকে বুঁদ করে রেখেছে।
ঝাড়খণ্ডের ওই ভাইবোনের নাম সনাতন কুমার মাহাতো এবং সাবিত্রী কুমারী। টিকটক কিংবা ইউটিউবে প্রায়ই নিজেদের নাচের ভিডিয়ো ভাগ করে নেন তাঁরা। ভিডিয়োয় তাঁদের পোশাক একেবারে সাদামাটা। নেপথ্য দৃশ্যও আহামরি নয় কিছু— কখনও মাটির দাওয়া, কখনও গোয়াল ঘর কখনও আবার অসমান ইটের দেওয়াল সনাতন-সাবিত্রীর নাচের মঞ্চের ‘ব্যাকগ্রাউন্ড’। তবে নেটাগরিকরা সে সব নিয়ে মাথা ঘামান না। ঝকঝকে পালিশ নিয়ে মাথাব্যথা নেই সনাতন সাবিত্রীরও। মঞ্চ বা উঠোন যেমনই হোক তাঁরা প্রাণ খুলে নাচেন। নাচতে নাচতে মন খুলে হাসেন। আর এই জড়তাহীন নাচ দেখেই আটকে যান নেটাগরিকরা।
ইউটিউবে সনাতন-সাবিত্রী অনুরাগী এবং অনুগামীদের সংখ্যা রোজই বাড়ছে। সম্প্রতি তা ১০ লক্ষ ছাড়িয়েছে। ইউটিউবের কাছ থেকে এই বিপুল সাবস্ক্রাইবার সংখ্যার স্বীকৃতি হিসবে গোল্ডেন বাটন দেওয়া হয়েছে ভাইবোন জুটিকে।
বৃহস্পতিবার সেই গোল্ডেন বাটন পাওয়ার একটি ভিডিয়ো নেটমাধ্যমে দিয়েছেন সনাতন-সাবিত্রী। তাঁদের সেই ভিডিয়োটিও অনুরাগীদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।
Good News of The Day -
— Ritushree 🌈 (@QueerNaari) July 22, 2021
The dancer duo siblings Sanatan Mahto and Savitri Mahto from Jharkhand who started their journey with TikTok videos have crossed 1 million subscribers on YouTube and got the Golden Button. ❤️ pic.twitter.com/Bc4fhXe0t3
নেটাগরিকদের কথায় দুই ভাইবোনের নাচের দক্ষতা আছে। তা ছাড়া তাঁদের হাসিও বেশ সংক্রামক। দেখে নিন এমনই কয়েকটি ভিডিয়ো—
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy