Advertisement
০২ নভেম্বর ২০২৪

নড়বড়ে, তাই কি পুরী নিয়ে জল্পনায় নীরব!

রাজধানীতে প্রশ্ন উঠছে, নড়বড়ে মোদী কি নিজের জয় সুনিশ্চিত করার জন্য একটি নিরাপদ আসন খুঁজছেন? 

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৯ ০২:৫৭
Share: Save:

পরের লোকসভায় ওড়িশার পুরী আসন থেকে লড়তে পারেন নরেন্দ্র মোদী। এমন দাবি আজ করলেন খোদ বিজেপির এক বিধায়ক। এরপরেই রাজধানীতে প্রশ্ন উঠছে, নড়বড়ে মোদী কি নিজের জয় সুনিশ্চিত করার জন্য একটি নিরাপদ আসন খুঁজছেন?

মোদীর এই নড়বড়ে অবস্থা আরও জোরদার হয়েছে খোদ সরসঙ্ঘচালক মোহন ভাগবতের এক মন্তব্যকে ঘিরে। নাগপুরে তিনি বলেছেন, নতুন শিক্ষানীতি তৈরি আছে। কিন্তু সেটি রূপায়ণের জন্য আর বেশি সময় নেই। এর রূপায়ণ নির্ভর করছে ভবিষ্যতে কী রূপরেখা তৈরি হয়, তার উপর। ভাগবতের এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠেছে, তা হলে কি আরএসএস প্রধানও নিশ্চিত নন, পরের লোকসভায় ফের বিজেপি জিতে আসতে পারবে কি না।

২০১৪ সালে মোদী-ঝড়ের সময়ও নরেন্দ্র মোদী দু’টি আসনে লড়েছিলেন। একটি গুজরাত, অন্যটি উত্তরপ্রদেশের বারাণসী থেকে। কিন্তু গুজরাতে বিধানসভা নির্বাচনে টায়ে টায়ে পাশ করেছে বিজেপি। সে রাজ্যও এখন মোদীর জন্য অনুকূল নয়। আবার উত্তরপ্রদেশে অখিলেশ-মায়াবতীর জোট হলে মোদীকে বারাণসী থেকে হারাতে সব দলই একজোট হতে পারে। এই অবস্থায় মোদীর আসন বদল নিয়ে জল্পনা অনেক দিন ধরেই চলছে।

আরও পড়ুন: পঞ্জাবে ভোটের প্রচার শুরু প্রধানমন্ত্রীর

সে জল্পনা আরও বেড়েছে মোদীর এক সাম্প্রতিক সাক্ষাৎকারে। সেখানে তাঁকে সরাসরি প্রশ্ন করা হয়, তিনি কী বারাণসী থেকে লড়বেন, নাকি ওড়িশার পুরী থেকে? এর কোনও সরাসরি জবাব প্রধানমন্ত্রী দেননি। তাল ঠুকে বলেননি, তিনি বারাণসী থেকেই লড়বেন। বরং জবাব এড়িয়ে গিয়ে বলেছেন, ‘‘সংবাদমাধ্যমেরও কিছু কাজ থাকুক।’’ এর পরেই কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘দেওয়ালে নিজের শোচনীয় অবস্থা স্পষ্ট পড়তে পারছেন প্রধানমন্ত্রী। সে কারণে কোন আসন থেকে তিনি লড়বেন, সেটিও সরাসরি বলতে পারছেন না।’’

আরও পড়ুন: পরীক্ষায় বসলেন না মোদী, রাফাল নিয়ে কটাক্ষ রাহুলের, বিঁধলেন জেটলিকেও

এরই মধ্যে আজ ওড়িশার বিজেপির বিধায়ক প্রদীপ পুরোহিত বলেন, ‘‘নব্বই শতাংশ সম্ভাবনা রয়েছে ওড়িশার পুরী থেকে ভোটে লড়বেন প্রধানমন্ত্রী। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের নেতৃত্ব নেবেন।’’ ওড়িশা থেকে বিজেপির মুখ মোদীর মন্ত্রিসভার সদস্য ধর্মেন্দ্র প্রধান। তিনি অবশ্য বলছেন, এমন সম্ভাবনা নেই। তবে একই সঙ্গে বলছেন, পরের লোকসভায় বিজেপির জোর দিচ্ছে দেশের পূর্ব প্রান্তের উপর। আর পুরী এমন একটি আসন, যেখান থেকে আশপাশের চারটি রাজ্যে প্রভাব ফেলা যায়।

গত লোকসভা নির্বাচনে পুরী আসন থেকে জিতেছিলেন বিজু জনতা দলের (বিজেডি) পিনাকী মিশ্র। বিজেডির মতে, প্রধানমন্ত্রী ওড়িশা থেকে লড়তে চাইলেও তার কোনও প্রভাব পড়বে না। আগে বিজেপি স্থির করুক, প্রধানমন্ত্রী কোথা থেকে লড়তে চান।

অন্য বিষয়গুলি:

Puri Narendra Modi Loksabha election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE