Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Salman Khan Death Threat

‘লরেন্স আমার আদর্শ, জেলে থাকতেও রাজি’! সলমনকে খুনের হুমকি প্রসঙ্গে আর কী বললেন ধৃত ঝালাইকর্মী

গত সোমবারই নতুন করে খুনের হুমকি পেয়েছিলেন ‘ভাইজান’। মুম্বই ট্র্যাফিক পুলিশের কাছে হোয়াট‌্সঅ্যাপে হুমকি বার্তা আসে গ্যাংস্টার লরেন্সের ভাই আনমোল বিশ্নোইয়ের নাম করে।

(বাঁ দিকে) সলমন খান। (ডান দিকে) ধৃত যুবক। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) সলমন খান। (ডান দিকে) ধৃত যুবক। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৬:৪৪
Share: Save:

কেন তিনি সলমন খানকে খুনের হুমকি দিয়েছেন, কেনই বা তাঁর কাছে ৫ কোটি টাকা দাবি করেছেন, জেরায় পুলিশের কাছে তার ব্যাখ্যা দিলেন ধৃত ঝালাইকর্মী ভিখারাম বিশ্নেোই। খুনের হুমকি আসার পর তদন্তে নেমে বৃহস্পতিবার ভিখারামকে কর্নাটকের হাভেরি থেকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। কর্মসূত্রে হাভেরিতেই থাকতেন রাজস্থানের বাসিন্দা ভিখারাম।

পুলিশ সূত্রে খবর, জেরায় ভিখারাম তাদের জানিয়েছেন, কেন তিনি সলমনকে খুনের হুমকি দিয়েছেন। তদন্তকারী এক আধিকারিকের দাবি, ভিখারাম জানিয়েছেন, গ্যাংস্টার লরেন্স বিশ্নোই তাঁর কাছে আদর্শ। শুধু তা-ই নয়, বিশ্নোই সমাজের জন্য তিনি জেলেও থাকতেও রাজি। সলমনের কাছে পাঁচ কোটি টাকা কেন দাবি করেছিলেন, তার কারণও জানিয়েছেন ভিখারাম। তাঁর দাবি, বিশ্নোইদের জন্য মন্দির বানানোই তাঁর লক্ষ্য। আর সলমনের কাছ থেকে সেই টাকা নিয়ে মন্দিরের জন্য দান করতেন। যদিও ভিখারামের কথার সত্যতা কতটা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ভিখারাম আরও জানিয়েছেন, তিনি নিয়মিত লরেন্স বিশ্নোইয়ের ভিডিয়ো দেখতেন। আর তিনি গর্বিত যে, জেলের ভিতরে থেকেও লরেন্স কী ভাবে বিশ্নোই সমাজের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। হিট অ্যান্ড রানের ঘটনা হোক বা কৃষ্ণসার হরিণ শিকার, সলমন যা করেছেন, তার জন্য তাঁকে ক্ষমা করা যায় না বলেও জানিয়েছেন ভিখারাম।

গত সোমবারই নতুন করে খুনের হুমকি পেয়েছিলেন ‘ভাইজান’। মুম্বই ট্র্যাফিক পুলিশের কাছে হোয়াট‌্সঅ্যাপে হুমকি বার্তা আসে গ্যাংস্টার লরেন্সের ভাই আনমোল বিশ্নোইয়ের নাম করে। বলা হয়, যদি প্রাণে বাঁচতে চান, ক্ষমা চান, না হলে পাঁচ কোটি টাকা দিতে হবে। তার পরই তদন্তে নেমে ভিখারামকে গ্রেফতার করে পুলিশ।

অন্য বিষয়গুলি:

Salman Khan Death Threat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE