(বাঁ দিকে) বলিউড অভিনেতা সলমন খান। মুম্বইয়ের গ্যাংস্টার লরেন্স বিশ্নোই (ডান দিকে)। —ফাইল চিত্র।
বলিউড অভিনেতা সলমন খানকে আবার হুমকি দিল গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গোষ্ঠী। মুম্বইয়ের ট্র্যাফিক কন্ট্রোল রুমে বৃহস্পতিবার রাতে ওই হুমকি বার্তা গিয়েছে। এই হুমকির নেপথ্যে রয়েছে একটি গান। যা সলমনের সঙ্গে বিশ্নোই গোষ্ঠীকে সংযুক্ত করেছে বলে অভিযোগ। তাতেই নতুন করে ক্ষুব্ধ হয়েছেন গ্যাংস্টারের অনুগামীরা। ওই গান যিনি লিখেছেন, তাঁর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা। সলমনকে চ্যালেঞ্জ ছুড়ে বলা হয়েছে, সেই লেখককে বাঁচিয়ে দেখাতে।
সলমনের সঙ্গে বিশ্নোই গোষ্ঠীকে মিলিয়ে একটি গান লেখা হয়েছে বলে অভিযোগ। যে গান শুনে ক্ষুব্ধ বিশ্নোই গোষ্ঠী। তারা জানিয়েছে, এক মাসের মধ্যে ওই গানের লেখককে খুঁজে প্রতিশোধ নেওয়া হবে। সলমনের উদ্দেশে তাদের সরাসরি বার্তা, ‘‘ক্ষমতা থাকলে ওই গান যে বা যারা লিখেছে, তাদের বাঁচিয়ে দেখান।’’
কিছু দিন আগে মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয় মুম্বইয়ের বান্দ্রায়। সেই খুনের ঘটনায় বিশ্নোই গোষ্ঠীর নাম জড়ায়। লরেন্স বিশ্নোই গুজরাতের জেলে বন্দি। তাঁর ভাই আনমোল বিশ্নোই বিদেশে। সেখান থেকেই তিনি এই হত্যার ছক কষেছিলেন বলে অভিযোগ। এনআইএ তাঁর মাথার দাম ঘোষণা করেছে ১০ লক্ষ টাকা। তাঁকে দেশে ফেরানোর প্রস্তুতিও শুরু হয়েছে। সিদ্দিকি খুনের পরেই সলমনকে নতুন করে পর পর কয়েক বার খুনের হুমকি দেয় বিশ্নোই গোষ্ঠী। কখনও পাঁচ কোটি, কখনও দু’কোটি টাকা দাবি করা হয় তাঁর কাছ থেকে।
সলমনের উপর বিশ্নোই গোষ্ঠীর ক্ষোভ পুরনো। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যার পর থেকেই ওই গোষ্ঠী বলিউড অভিনেতাকে হুমকি দিয়ে আসছে। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি বিশ্নোইদের। কিন্তু সলমন তা করেননি। ফলে সময় যত এগিয়েছে, ক্ষোভ ততই বেড়েছে। আবার নতুন হুমকি পেলেন বলিউডের ‘ভাইজান’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy