Advertisement
২২ নভেম্বর ২০২৪
Congress

Bengal Polls: বাংলায় প্রচারে নেই কংগ্রেসের বিক্ষুব্ধরা

গুলাম নবি, আনন্দ শর্মা, মণীশ তিওয়ারি বা কপিল সিব্বলের মতো ‘বিক্ষুব্ধ’ নেতাদের নাম নেই কংগ্রেসের প্রচারকদের তালিকায়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মার্চ ২০২১ ০৭:০৯
Share: Save:

গুলাম নবি আজাদের মতো কংগ্রেসের ‘বিক্ষুব্ধ’ নেতারা বলেছিলেন, পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে দল যেখানে বলবে, সেখানেই তাঁরা প্রচারে যেতে তৈরি। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ‘তারকা প্রচারক’-এর তালিকায় প্রায় কোনও বিক্ষুব্ধ নেতাকেই রাখা হল না।

আজ পশ্চিমবঙ্গে ২৭ মার্চের প্রথম দফার ভোটের জন্য কংগ্রেস ৩০ জনের তারকা প্রচারকের নামের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে। সেই তালিকায় সনিয়া-রাহুল-প্রিয়ঙ্কা গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, তিন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ, ভূপেশ বাঘেল, অশোক গহলৌত, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের নাম রয়েছে। কিন্তু গুলাম নবি, আনন্দ শর্মা, মণীশ তিওয়ারি বা কপিল সিব্বলের মতো ‘বিক্ষুব্ধ’ নেতাদের নাম নেই। যে ২৩ জন বিক্ষুব্ধ নেতা সনিয়া গাঁধীকে চিঠি লিখে সাংগঠনিক নির্বাচনের দাবি তুলেছিলেন, তাঁদের মধ্যে শুধু জিতিন প্রসাদ ও বিহারের অখিলেশ প্রসাদ সিংহের নাম আছে।

জিতিন জি-২৩ গোষ্ঠীতে থাকলেও পরে তাঁকেই এআইসিসি-তে পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়। তিনি আর ক্ষোভ প্রকাশ করে মুখ খোলেননি। ফলে তাঁর নাম থাকাটাই স্বাভাবিক বলে কংগ্রেস শিবির মনে করছে। গুলাম নবিরা নতুন করে জম্মুতে এককাট্টা হয়ে কংগ্রেসের দুরবস্থা নিয়ে প্রশ্ন তোলার পরে এআইসিসি-র মঞ্চ থেকে বলা হয়েছিল, ওই নেতাদের উচিত বিধানসভা ভোটের প্রচারে যাওয়া। গুলাম নবিরা বলেছিলেন, দল দায়িত্ব দিলে তাঁরা তৈরি। তার পরেও তাঁদের নাম রাখা হল না কেন?

কংগ্রেস মুখপাত্র তথা তারকা প্রচারকদের অন্যতম পবন খেরা বলেন, ‘‘পাঁচ রাজ্যের ভোটে দলের নেতাদের আলাদা আলাদা সময়ে পাঠানো হবে। বাংলায় তো মোদীজির কৃপায় আট দফায় ভোটগ্রহণ হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন নেতারা প্রচারে যাবেন।’’ কংগ্রেস সূত্রের বক্তব্য, জি-২৩-র বিক্ষুব্ধ সদস্যদের তারকা প্রচারক না করা হলেও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের বিরুদ্ধে বিদ্রোহ করা সচিন পাইলটকে রাখা হয়েছে। হরিয়ানার বিক্ষুব্ধ নেতা ভূপেন্দ্র সিংহ হুডা তালিকায় না থাকলেও তাঁর ছেলে দীপেন্দ্রর নাম রয়েছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের চাহিদা মেনে মহম্মদ আজহারউদ্দিন, নভজ্যোৎ সিংহ সিধুকেও রাজ্যে প্রচারে পাঠানো হবে। তবে সনিয়া নিজে শারীরিক অসুস্থার জন্য কতখানি প্রচারে যেতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েছে।

অন্য বিষয়গুলি:

Congress Kapil Sibal Ghulam Nabi Azad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy