করোনাকে জয় করে ফেরা দিদিকে স্বাগত জানাতে বোনেক নাচ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
দিদি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। সুস্থ হয়ে বাড়ি ফিরতেই বোন আনন্দে আত্মহারা। বাড়ির সামনে গান চালিয়ে রীতিমতো নেচে স্বাগত জানালেন দিদিকে। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
এই ঘটনার ভিডিয়ো রবিবার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন আইপিএস অফিসার দীপাংশু কাবরা। যা ইতিমধ্যেই দেখেছেন ২২ হাজারেরও বেশি টুইটার ব্যবহারকারী। সেই ভিডিয়ো আপলোড করে তিনি লিখেছেন, ‘‘করোনাভাইরাসকে হারিয়ে ফেরার পর দিদিকে অভ্যর্থনা জানাচ্ছেন বোন।’’ এ ছাড়াও সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও অনেকে দেখেছেন এই ভিডিয়ো।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছ, কোভিডকে জয় করে বাড়ি ফেরা দিদিকে স্বাগত জানাতে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন বোন। হেঁটে দিদি বাড়ির কাছে আসতেই ‘চিলার পার্টি’ ছবির ‘টাই টাই ফিস’ গানটি নিজের মোবাইলে চালালেন তিনি। তার পর শুরু হল নাচ। মনের আনন্দে বোনের সেই নাচই মন জিতেছে নেটাগরিকদের। বাড়ির সামনে এসে বোনকে নাচতে দেখে তাল মেলালেন হাসপাতাল থেকে ফেরা দিদিও। সেই নাচ শেষ হতে মেয়েকে বরণ করে ঘরে ঢোকালেন মা। দেখুন সেই ভিডিয়ো—
Just Loved the #SistersDuet!❤️
— Dipanshu Kabra (@ipskabra) July 19, 2020
A worthy welcome of Elder Sis, returned after defeating #CoronaVirus.
No Pandemic can reduce a nanometer of smile, of any family that cherishes such Warmth, Love & Energy. pic.twitter.com/cTkUGT8RPw
জানা গিয়েছে, এই যুবতীর নাম সালোনি সতপুতে। তিনি পুনের বাসিন্দা। ২৩ বছরের ওই যুবতী ছাড়া, তাঁর বাড়ির সকলেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তাঁর বাবা সর্বপ্রথম আক্রান্ত হন। তার পর একে একে বাড়ির অন্যরা। যার জেরে একাই বাড়িতে থাকতে হচ্ছিল তাঁকে। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, সে সময় প্রতিবেশীরাও এক ঘরে করে দিয়েছিল তাঁদের। সালোনির বাবা-মা হাসপাতাল থেকে আগেই ছাড়া পেলেও দিদি ইদানিং ছাড়া পেয়েছে। তাই দিদি ফিরতেই মনের আনন্দে নাচ করেছেন তিনি। পাশাপাশি এই নাচের মাধ্যমে প্রতিবেশীদেরও বার্তা দিতে চেয়েছেন।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। সোমবার দেশে মোট সংক্রমিতের সংখ্যা পার করেছে ১১ লক্ষ। করোনার হানায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ২৭ হাজার মানুষের। যদিও আক্রান্ত বাড়লেও দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও নেহাত কম না। এখন অবধি সাত লক্ষেরও বেশি জন কোভিডে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন।
আরও পড়ুন: করোনা রোগীর বাড়িতে চুরি করতে এসে মাংস-ভাত রেঁধে খেল চোর!
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৪০ হাজার! দেশে মোট আক্রান্ত ১১ লক্ষ ছাড়াল
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy