দু’হাজার কিমি পাড়ি দিয়েছে এই বাঘ। ছবি টুইটার থেকে সংগৃহীত।
খাবার বা নিরাপদ বাসস্থানের জন্যএক জঙ্গল থেকে অন্য জঙ্গলে পাড়ি দেয় বাঘেরা। সম্প্রতি যৌনতার জন্য সঙ্গিনী খুঁজতে প্রায় দু’হাজার কিলোমিটার পাড়ি দিয়েছে একটি বাঘ। সেই খবর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই মজাদার বিভিন্ন মন্তব্যে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিচ্ছেন নেটাগরিকরা।
সঙ্গিনীর খোঁজে বাঘের পাড়ি দেওয়ার ঘটনাটি নিজের টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভিন কাসওয়ান। যা ইতিমধ্যেই ভাইরাল।
সেই টুইট থেকে জানা যাচ্ছে, দু’হাজার কিমি পথ পাড়ি দিয়ে বাঘটি এখন পৌঁছেছে মহারাষ্ট্রের অভয়ারণ্যে। তিনি আর জানিয়েছেন, দিনের বেলায় বিশ্রাম নিয়ে রাতের বেলায় জঙ্গল, নদী, রাস্তা পেরতো সে। যদিও এই পথ পেরতো সে কোনও লোকালয়ে হামলা করেনি। বাঘের গলায় বেঁধে দেওয়া জিপিএস ট্রাকারের মাধ্যমে বাঘটির প্রতি নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। দেখুন সেই পোস্ট—
This #Tiger from India after walking into records has settled to Dnyanganga forest. He walked for 2000 Kms through canals, fields, forest, roads & no conflict recorded. Resting in daytime & walking in night all for finding a suitable partner. Was being continuously monitored. pic.twitter.com/N1jKGXtMh2
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 5, 2020
এই দেখে, নেটাগরিকরা বলছেন, ‘‘বাঘেরও টিন্ডার ডেটিং অ্যাপের দরকার। তাহলে আর এতো হয়রানি হতে হবে না।’’
আরও পড়ুন: বিজেপি মানে হিন্দুত্ব নয়, অযোধ্যায় দাঁড়িয়ে তোপ উদ্ধবের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy