বাচ্চাগুলিকে নিয়ে যাচ্ছে চিতাবাঘ। ছবি: টুইটার থেকে নেওয়া।
সকালে বাচ্চাগুলিকে উদ্ধার করেছিলেন বনকর্মীরা। রাতে তাদের নিয়ে গেল মা। টুইটারে একটি চিতাবাঘের পরিবারের এমনই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক কর্মী প্রবীণ কাসওয়ান বৃহস্পতিবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তিনটি চিতাবাঘের বাচ্চাকে উদ্ধার করছেন বনকর্মীরা। সঙ্গে স্থানীয়রাও রয়েছে। উদ্ধারের পর শাবক চিতাবাঘগুলিকে পরীক্ষা করেন এক বনকর্মী।
বনকর্মীরা সিদ্ধান্ত নেন, সেগুলিকে আবার তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে। কারণ, শাবকগুলির বয় এক মাসও নয়। তাই তারা যদি মায়ের কাছে ফিরতে না পারে তবে মারাও যেতে পারে। সেই মতো চিতাবাঘের বাচ্চাগুলিকে একটি প্লাস্টিকের বড় বাক্সের মধ্যে রেখে সেটিকে মাটি থেকে উঁচুতে রাখার জন্য একটি কাগজের শক্ত বাক্সের উপর বসানো হয়।
আরও পড়ুন: গাঁজা খেয়ে বলতে হবে তার মান কেমন, এই চাকরিতে বেতন মাসে ২ লক্ষ ১৫ হাজার টাকা
যেখানে বাক্সগুলি রাখা হয়,তার উপর একটি ভিডিয়ো ক্যামেরা ফোকাস করে রাখেন বনকর্মীরা। সেই ক্যামেরাতেই রাতের ছবি ধরা পড়ে। সেখানে দেখা যাচ্ছে, মা চিতাবাঘটি এসে শাবকগুলিকে মুখে করে তুলে নিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: রতন টাটার কাছ থেকে সরাসরি ফোন, সঙ্গে চাকরির প্রস্তাব!
প্রবীণ জানিয়েছেন, এই ঘটনা মহারাষ্ট্রের শিরুর এলাকার। শাবকগুলি একটি আখ খেত থেকে উদ্ধার হয়। আখের খেতটিই ওই চিতাবাঘের পরিবারের আশ্রয়স্থল ছিল।শাবকগুলি কৃষকদের চোখে পড়তেই তাঁরা বন দফতরকে খবর দেন। বন দফতরের কর্মীরা ওই বাচ্চাগুলিকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
দেখুন সেই ভিডিয়ো:
This will melt your heart. 3 #leopard cubs were rescued by @WildlifeSOS & @MahaForest team from a sugarcane field in Shirur, #Maharashtra. Sugarcane farms are become home for these. Best part is when mother comes back to take these 25 days cubs. Must watch. pic.twitter.com/7paqExR3vW
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 21, 2019
প্রবীণের পোস্ট করা ভিডিয়োটি এখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োটি পোস্ট করার তিন ঘণ্টার মধ্যেই প্রায় সাত হাজার বার দেখা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy