‘পর্নোগ্রাফিক’ ওয়েবসাইটের ভিডিয়ো দেখার টোপ দিয়ে প্রতারণার অভিযোগে রাজস্থানের বাসওয়ারা জেলা থেকে ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বছর আঠারোর নয়ন পাতিদার। এই চক্রের মাথা বলে সন্দেহ পুলিশের। নয়নের বাবা এক জন কৃষক। মানুষকে ঠকিয়ে উপার্জন করা টাকা থেকে বাবাকে একটি ট্রাক্টরও কিনে দিয়েছিলেন তিনি। ওই ট্রাক্টর এবং নগদ প্রায় সাড়ে ১৯ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
বাসওয়ারা জেলা জনজাতি অধ্যুষিত একটি অঞ্চল। অভিযোগ জেলার সাধারণ মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিত ওই চক্র। পুলিশ সূত্রে খবর, একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইটে ‘প্রিমিয়াম কনটেন্ট’ দেখার সুযোগ দেওয়ার টোপ দেওয়া হত। সে জন্য একটি ভুয়ো ওয়েবসাইট খুলেছিলেন তাঁরা। ওই ওয়েবসাইটেই অনলাইনে টাকা দিতে বলা হত। ফাঁদে পা দিয়ে কেউ টাকা দিলেও, তা চলে যেত এই চক্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
পুলিশ জানিয়েছে, ধৃতেরা ছ’জনই বাসওয়ারা জেলার বাসিন্দা। প্রত্যেকেরই বয়স ১৮-২২ বছরের মধ্যে। তাঁদের থেকে ১০টি মোবাইল, ১৪টি সিম, পাঁচটি এটিএম এবং একটি চেকবই উদ্ধার করেছে পুলিশ। এই সবই অপরাধের কাজে ব্যবহার হত বলে সন্দেহ করছে রাজস্থান পুলিশের তদন্তকারী দল।
আরও পড়ুন:
বাসওয়ারা জেলার পুলিশ সুপার হর্ষ ভি আগরওয়াল জানিয়েছেন, পর্নোগ্রাফিক ওয়েবসাইটের আদলে নয়ন একটি ওয়েবসাইট তৈরি করেছিলেন। সেখানে খুব স্বল্প খরচে ‘প্রিমিয়াম কনটেন্ট’ দেখার সুযোগ মিলবে বলে টোপ দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এই ওয়েবসাইটে টাকা দিয়ে প্রতারিত হওয়ার বেশ কিছু অভিযোগ তাদের কাছে এসেছে। সেই সূত্র ধরে তদন্তেই প্রথমে নয়নকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করতে বাকিদের নামও উঠে আসে।