আয়াপ্পা ভক্তদের সঙ্গে যাচ্ছে এই কুকুরকটিও। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
অন্ধ্রপ্রদেশের তিরুমালা থেকে যাত্রা শুরু করে শবরীমালায় যাচ্ছেন ১৩ জনের একটি দল। পথে সেই আয়াপ্পা ভক্তদের পিছু নিয়েছে পথের একটি কুকুর। সেও তাঁদের পিছনে তাল মিলিয়ে হেঁটে চলেছে শবরীমালার উদ্দেশে। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পথের ওই কুকুরকে নিয়ে আলোচনায় মেতেছে নেটদুনিয়া।
কালো পোশাক, খালি পায়ে অন্ধ্রপ্রদেশের তিরুমালা থেকে ৩১ অক্টোবর যাত্রা শুরু করেছিলেন ওই আয়াপ্পা ভক্তরা। ১৭ নভেম্বর তাঁরা পৌঁছেছেন কর্নাটকের চিকমাগালুরু জেলার কোট্টিগেহারাতে। সেখানে চারমাদি রাম মন্দিরে রাত কাটিয়েছেন তাঁরা। এই যাত্রার মাঝপথেই তাঁদের সঙ্গে যোগ দিয়েছে ওই কুকুরটি।
ভক্তদের দলের প্রধান রাজেশ গুরুস্বামী বলেন, ‘‘আমরা প্রথমে কুকুরটিকে লক্ষ্য করিনি। কিন্তু যেতে যেতে দেখলাম কুকুরটি আমাদের পিছনে হেঁটেই চলেছে। আমাদের সঙ্গ ছাড়ছে না সে। তার পর থেকে আমরা যা রান্না করতাম, তা খেতে দিতাম ওকে। ওর পায়ে লাগায় এক পশু চিকিৎসকও দেখানো হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা প্রতি বছর শবরীমালা যাই। কিন্তু এ রকম অভিজ্ঞতা এই প্রথম।’’
দেখুন সেই ভিডিয়ো-
#WATCH Karnataka: A stray dog has been following a group of 13 Ayyappa devotees, who are on a pilgrimage to Kerala's Sabarimala & has walked 480 km so far. The devotees started from Andhra Pradesh's Tirumala on Oct 31 & have reached Chikkamagaluru dist's Kottigehara now. (17.11) pic.twitter.com/9ke8uFwRCt
— ANI (@ANI) November 18, 2019
আরও পড়ুন: আবর্জনা পরিষ্কারের সময় গান গেয়ে সচেতনতা ছড়ান পুণের এই সাফাইকর্মী
আরও পড়ুন: জেএনইউয়ের ছাত্র-বিক্ষোভে লাঠি পুলিশের, নিরস্ত্র পড়ুয়াদের উপরে হামলার অভিযোগ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy