স্টেশন থেকে খাবারের প্যাকেট নিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ। ছবি: টুইটার থেকে নেওয়া।
করোনা-লকডাউনের জেরে অনেক হতাশাব্যঞ্জক ছবি উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। তেমনই একটি ভিডিয়ো শেয়ার হল টুইটারে। যেখানে দেখা যাচ্ছে, এক রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে কয়েক বাক্স প্যাকেটজাত খাবার লুঠ করে নিচ্ছেন সাধারণ মানুষ।
ভিডিয়োটি টুইটারে নিজের ভেরিফায়েড হ্যান্ডলে শেয়ার করেছেন সংবাদিক শিব অরোরা। তিনি জানিয়েছেন, এটি পুরাতন দিল্লির রেল স্টেশনের ঘটনা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। পাশের প্ল্যাটফর্ম দিয়ে একটি ঠেলা গাড়িতে করে কেক, বিস্কুট, চিপসের মতো প্যাকেটজাত খাবারের বড় বড় চারটি বাক্স নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎই সেই ঠেলা গাড়ি থেকে বাক্স নামিয়ে যে যতটা পারেন সেই সব প্যাকেট বের করে নিচ্ছেন কয়েক জন। তাঁদের দেখাদেখি অন্যরাও যোগ দিয়েছেন সেই ‘খাবার সংগ্রহে’। কয়েক সেকেন্ডের মধ্যেই চারটি বড় বড় বাক্স থেকে সব খাবার উধাও হয়ে যায়।
শিব ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, ‘এই দৃশ্য এখন খুব সাধারণ হয়ে গিয়েছে’। আসলে করোনার লকডাউনের জেরে বহু মানুষের খাবারের জোগানে টান পড়েছে। কেউ খাবার কিনতে পারছেন না। কারও কাছে খাবার কেনার টাকাই নেই। ফলে খিদের জ্বালায় যে যেমন ভাবে পারছেন, খাবার জোগাড় করার চেষ্টা করছেন।
আরও পড়ুন: এই মাস্ক পরলে আপনাকে না চেনার ভয় থাকবে না
আরও পড়ুন: পুলিশ কর্মীদের এই কাজের জন্য স্যালুট করলেন আর্মি অফিসার
শিবের পোস্ট করা ভিডিয়ো ভাইরাল হতে সময় নেয়নি। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ পোস্ট হয় ভিডিয়োটি। এক ঘণ্টার মধ্যেই সেটি ১২ হাজারের বেশি বার দেখা হয়েছে। সেই সঙ্গে প্রচুর কমেন্ট পড়েছে ভিডিয়োটিতে। সেখানে কেউ যেমন, এমন ভাবে খাবার ছিনিয়ে নেওয়ার বিপক্ষে মত প্রকাশ করেছেন, কেউ আবার ক্ষুধার্ত মানুষের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন।
দেখুন সেই ভিডিয়ো:
These very distressing scenes are becoming common. This particular one from Old Delhi Railway station last Friday. pic.twitter.com/fyGEfCFSMV
— Shiv Aroor (@ShivAroor) May 24, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy