মহিলা চালাচ্ছেন রাজ্য রানি এক্সপ্রেস। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
উদ্দেশ্য নারীক্ষমতায়নকে তুলে ধরা। সেই লক্ষ্যে রবিবার রাজ্য রানি এক্সপ্রেস চালালেন মহিলা রেলকর্মীরা। সেই ঘটনার ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন রেলমন্ত্রী পীযূশ গয়াল। যা ইতিমধ্যেই দেখেছেন ৯০ হাজার টুইটার ইউজার।
বেঙ্গালুরু থেকে মহীশূরের মধ্যে যাত্রা করে রাজ্য রানি এক্সপ্রেস। সেই এক্সপ্রেস এ দিন চালিত হয়েছে সমস্ত মহিলা কর্মীদের দ্বারা। রেলমন্ত্রীর পোস্ট করা ৪৮ সেকেন্ডের সেই ভিডিয়োটি তোলা হয়েছে মোটরম্যানের ঘর থেকে। সেখানে দেখা যাচ্ছে, দু’জন মোটরওম্যানকে ট্রেন চালাতে। কী ভাবে তাঁরা ট্রেনকে নিয়ন্ত্রণ করছেন, তাও ফুটে উঠেছে সেই ভিডিয়োতে।
সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভেসে গিয়েছে লাইক, কমেন্টের বন্যায়। ভিডিয়ো দেখে রেলের এই উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। কেউ বলেছেন, ‘‘আপনার নেতৃত্বে রেলের সোনার সময় চলছে।’’ এক মহিলা বলেছেন, ‘‘এই পদক্ষেপ আমাদের অনুপ্রেরণা যোগাবে।’’ দেখুন সেই ভিডিয়ো—
Towards Empowering Women: Commemorating the upcoming International Women’s Day, Rajya Rani Express train between Bengaluru & Mysuru was run by an all women crew today.
— Piyush Goyal (@PiyushGoyal) March 1, 2020
Watch Railways motorwoman expertly navigate the train through the interiors of our nation. pic.twitter.com/TLPF8PHfma
আরও পড়ুন: অমিতের ইস্তফা দাবি বিরোধীদের, দিল্লির সংঘর্ষ নিয়ে উত্তাল সংসদ
আরও পড়ুন: হোলির পোশাক কেনা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া, ছ’মাসের কন্যাকে পিটিয়ে মারল মা!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy