ঘরের দরজা খোলা। সেই দরজার পিছনের একটি একটি ফোকর দিয়ে হামলার জন্য প্রস্তুত বিশাল একটি গোখরো। ফণা তুলে রয়েছে সেটি। একটু কাছে যেতেই হামলা করল সেটি। যে ব্যক্তি ভিডিয়ো করছিলেন, কোনও রকমে সেই হামলা থেকে বেঁচেছেন।
দৃশ্যটা এক বার কল্পনা করুন। আপনি দরজা খুলতে যাচ্ছেন। হঠাৎ সেই দরজার পিছন থেকে আপনার ঠিক মুখের সামনে ফণা তুলে একেবারে কড়া ‘প্রহরীর’ মতো দাঁড়িয়ে রয়েছে একটি গোখরো! তা হলে? তেমনই একটি দৃশ্য প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
The safest security system! 😂 pic.twitter.com/QwSesTD7HE
— Figen (@TheFigen_) December 26, 2022
আরও পড়ুন:
ভিডিয়োটি কোথাকার তা অবশ্য জানা যায়নি। কিন্তু এমন দৃশ্য দেখে শিউরে উঠেছেন নেটাগরিকরা। এক নেটাগরিক মন্তব্য করেছেন, “আমার সঙ্গে এমন ঘটনা ঘটলে হার্ট অ্যাটাকে মারা যেতাম।” আরও এক জন বলেছেন, “এ তো বিশাল বড় গোখরো! সাপটিকে কি তাড়াতে সক্ষম হয়েছিলেন ওই বাড়ির সদস্যরা? তবে এটি ভারতের নয়, সম্ভবত দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার কোনও ঘটনা।”
এক জন তো আবার রসিকতা বলে বলেছেন, “এর থেকে ভাল পাহারাদার আর হয় না।”