কল থেকে জল খাচ্ছে বাঁদর। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, কলে মুখ লাগিয়ে জল খাচ্ছে একটি বাঁদর। জল খাওয়া শেষ করে বাঁদরটি কিন্তু চলে গেল না। রীতিমতো প্যাঁচ ঘুরিয়ে বন্ধ করল কল। তার পর সেখান থেকে চলে গেল সে।
ভিডিয়োটি সম্প্রতি শেয়ার করেছেন, নির্বাচন কমিশনের প্রাক্তন প্রধান এস ওয়াই কুরেশি। সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘মানুষের জন্য একটি সুন্দর বার্তা।’ জল অপচয় না করতে বাঁদরটির এই ‘কাণ্ড’ মনে ধরেছে নেটিজেনদের। তাই ন’হাজার বার রিটুইটের পাশাপাশি প্রায় ৩০ হাজার মানুষ লাইক করেছেন ভিডিয়োটি।
এই ভিডিয়ো দেখে নেটিজেনরা বলছেন, ‘এই বাঁদরটির থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।’ কেউ আবার বলেছেন , ‘এত বুদ্ধি নিয়েও মানুষ যা করে না, সেটাই দেখিয়ে এই প্রাণী।’
What a beautiful message for humans! pic.twitter.com/wTgK4b9uGF
— Dr. S.Y. Quraishi (@DrSYQuraishi) August 1, 2019
আগামী দিনে সারা পৃথিবী জুড়ে নেমে আসবে জলসমস্যা। কিছুদিন আগে নীতি আয়োগের প্রকাশিত রিপোর্টেও উঠে এসেছে সে তথ্য। তাই জলের অপচয় রোধ করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবুও রাস্তাঘাটে হামেশায় দেখা যায়, খোলা রয়েছে জলের কল, পড়ে যাচ্ছে জল। এই অবস্থায় দাঁড়িয়ে বাঁদরটি যেন আমাদের সচেতন হওয়ার বার্তা দিল।
আরও পড়ুন: বন্ধ অমরনাথ যাত্রা, জঙ্গি হামলার আশঙ্কায় ভ্রমণার্থীদের জম্মু-কাশ্মীর ছাড়ার বার্তা প্রশাসনের
আরও পড়ুন: পাশ হল ইউএপিএ বিল, সন্ত্রাসবাদী কে? উত্তর দিতে ব্যর্থ মোদী সরকার
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy